যেমন বেস তেমন ব্যাটারি লাইফ, boAt Immortal Katana Blade ইয়ারবাড ভারতে লঞ্চ হল

boAt Immortal Katana Blade ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,২৯৯ টাকা

boAt Immortal Katana Blade ট্রু ওয়্যারলেস স্টেরিও গেমিং ইয়ারবাড ভারতে লঞ্চ হল। মেটাল চার্জিং কেস সহ আসা নতুন এই ইয়ারফোনে রয়েছে ১৩ এমএম ড্রাইভার। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৫০ ঘন্টা পর্যন্ত প্লে-ব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Immortal Katana Blade ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Immortal Katana Blade -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Immortal Katana Blade ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,২৯৯ টাকা। এটি গানমেটাল ব্ল্যাক এবং গ্রে, এই দুটি কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আগামী ৩০ নভেম্বর এর বিক্রি শুরু হবে। ইয়ারবাডটির সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

boAt Immortal Katana Blade -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Immortal Katana Blade গেমিং ইয়ারবাড ১৩ এম এম ড্রাইভার সহ এসেছে এবং এতে সংস্থার সিগনেচার সাউন্ড টেকনোলজি সাপোর্ট করবে। আবার ইয়ারফোনটিতে রয়েছে আরজিবি লাইটিং সাপোর্ট এবং ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড।

অন্যদিকে, মেটালের তৈরি এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটিতে বিল্ট-ইন স্পিকার উপলব্ধ। সেইসঙ্গে এতে ইনস্ট্যান্ট ওয়েক অ্যান্ড পেয়ার সাপোর্ট করবে। আবার এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।

এবার আলোচনা করা যাক boAt Immortal Katana Blade ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৩৫ এমএএইচ ব্যাটারি। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ইয়ারফোনটি চার্জিং কেস সমেত ৫০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ইউএসবি টাইপ সি কানেক্টারের মাধ্যমে একে চার্জ দেওয়া যাবে। এখানেই শেষ নয়, এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে ১৮০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।