রোজ ২ জিবি ডেটা ও কলিং! Jio, Airtel, Vi-এর ৩০০ টাকার কমে সেরা প্ল্যানগুলি দেখে নিন

ভারতের টেলিকম মার্কেটে Jio, Airtel এবং Vi-এর মধ্যে গ্রাহক ধরার প্রতিযোগিতা নতুন নয়! যত দিন যাচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাহকদের সুবিধার্থে সংস্থাগুলি নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এই রিচার্জ প্ল্যানগুলিতে ডেটা, এসএমএস, আনলিমিটেড ফ্রি কলিং এবং OTT অ্যাপের সুবিধা পাওয়া যাচ্ছে।

তবে সবকিছুর মধ্যে গ্রাহকদের যেটা বেশি করে আকর্ষিত করে সেটা হল ইন্টারনেট ডেটার পরিমাণ। কোনো রিচার্জ প্ল্যানে কত জিবি দৈনিক ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে, সেটার দিকে নজর রেখেই মূলত এখনকার দিনে বেশিরভাগ গ্রাহক রিচার্জ করে থাকেন। কারণ এখন অফলাইন কলিং বা এসএমএস এর চল প্রায় উঠেই গেছে; জায়গা করে নিয়েছে বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম, যেখানে ভয়েস বা ভিডিও কলিং ফিচার উপলব্ধ। তাই ইউজারদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনে Airtel, Vi, এবং Jio-র ৩০০ টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা বলবো, যেখানে রোজ ২ জিবি ডেটা পাওয়া যায়।

Jio ২৪৯ টাকার প্ল্যান

এটি জিও-র একটি অন্যতম বেস্ট সেলিং প্ল্যান। এই রিচার্জ প্যাকের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া, ব্যবহারকারীরা সয়স্ত জিও অ্যাপের অ্যাক্সেস পাবেন।

Airtel ২৯৮ টাকার প্ল্যান

এয়ারটেল-র এই প্রিপেইড প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মেলে। এছাড়া, প্যাকটি বিনামূল্যে Amazon Prime Video, ফ্রি অনলাইন কোর্স, হ্যালো টিউন এবং Wynk Music-এর সাবস্ক্রিপশনও অফার করে। এই প্যাকটির মেয়াদ ২৮ দিন।

Vi ২৯৯ টাকার প্ল্যান

Vi-এর এই প্রিপেইড প্ল্যানে রয়েছে ডাবল ডেটা অফার। এই অফারের আওতায় গ্রাহকরা রোজ ২ জিবি + ২ জিবি পাবেন। অর্থাৎ, ইউজাররা একদিনে মোট ৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেইসাথে এই প্ল্যানে রয়েছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ বিঞ্জ অল নাইট, লাইভ টিভি এবং উইকএন্ড ডেটা রোলওভারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন