ক্রেতা সন্তুষ্টি সবার প্রথমে, আরামদায়ক রাইডের সঙ্গে অত্যাধুনিক ফিচার্সে স্কুটার আপগ্রেড করল Okinawa

ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) তাদের Praise রেঞ্জের বৈদ্যুতিক স্কুটারে উন্নত প্রযুক্তি দেওয়ার মাধ্যমে আপগ্রেডের ঘোষণা করল। সংস্থার Praise Pro ও iPraise Plus এর নতুন ভার্সন ৪০ মিমি চ্যাসিস পেয়েছে। যা রাইডারকে বড় জায়গা জুড়ে ফুট স্পেস প্রদান করবে। ফলে আগের চাইতে স্কুটার অধিক আরামদায়ক ভাবে চালানো যাবে। আবার এই দুই ইলেকট্রিক স্কুটারে প্রিমিয়াম রাইডিংয়ের অভিজ্ঞতা দিতে CAN কম্প্যাটিবল পাওয়ারট্রেন এবং ফুল ডিজিটাল কালার স্পিডোমিটার দেওয়া হয়েছে।

আপডেটেড Praise Pro ও iPraise Plus বৈদ্যুতিক স্কুটার দুটির ডেলিভারি ইতিমধ্যেই শুরু করেছে বলে জানিয়েছে, ওকিনাওয়া। এগুলিতে AIS-156 সংশোধনী ৩ বিধি মেনে ব্যাটারি দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। ফলে বেশি কার্যকারিতার সাথে অধিক সুরক্ষাও মিলবে। দুটি স্কুটারই বর্তমানে আটটি ভিন্ন নতুন রঙের বিকল্পে উপলব্ধ হয়েছে।

ওকিনাওয়ার নতুন ইলেকট্রিক স্কুটারগুলি সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি নিকটবর্তী ডিলারশিপ থেকে বুকিং করতে পারবেন ক্রেতারা। এই প্রসঙ্গে সংস্থার এমডি এবং প্রতিষ্ঠাতা জিতেন্দর শর্মা বলেন, নতুন প্রেইস প্ল্যাটফর্মের প্রতিটি মডেল বিশ্বমানের প্রযুক্তি দ্বারা আপগ্রেড ঘটানো হয়েছে।

জিতেন্দর শর্মা যোগ করেন, “ওকিনাওয়া সবসময় ক্রেতাদের সন্তুষ্টি দেখে। তাই ক্রেতাদের প্রতিক্রিয়ার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। Tacita-র সাথে জয়েন্ট ভেঞ্চার এবং ইউরোপে প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার পর আমরা আমাদের পণ্যে বিশ্বমানের আপডেট দেওয়ার পরিকল্পনা করেছি।”