OnePlus Nord CE 2 5G আসছে Dimensity 900 প্রসেসরের সাথে, ফাঁস হল নতুন কালার অপশন

আগামী সপ্তাহে ওয়ানপ্লাস তাদের আসন্ন OnePlus Nord CE 2 5G স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া OnePlus Nord CE 5G ফোনের উত্তরসূরী হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রাখবে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস এর তরফ এই ফোনের প্রমোশনাল টিজার প্রকাশ্যে আনা হয়েছে। আর এখন আবার সংস্থা নিশ্চিত করেছে আসন্ন OnePlus Nord CE 2 5G ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। এর পাশাপাশি এই ফোনের কালার অপশন সম্পর্কেও জানতে পারা গেছে।

ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিশ্চিত করা হয়েছে আসন্ন ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫ জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর প্রসেসর দ্বারা চালিত হবে। প্রসঙ্গত, এর আগে প্রকাশিত রিপোর্টগুলিতেও দাবি করা হয়েছিল, আসন্ন ওয়ানপ্লাস ফোনে মিডিয়াটেকের এই প্রসেসরটি ব্যবহার করা হবে।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫ জি-এর একটি ছবি টুইটারে শেয়ার করেছেন টিপস্টার ইশান আগরওয়াল। তিনি জানান, স্মার্টফোনটিকে সংস্থার ওয়েবসাইটে দেখা গেছে। আশা করা হচ্ছে এই মডেলটি বাহামাস ব্লু এবং গ্রে মিরর – এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে। ইশান আগরওয়াল ফোনের যে ছবিটি সামনে এনেছেন, তাতে ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫ জি ফোনটিকে সম্ভবত বাহামাস ব্লু কালার অপশনে দেখতে পাওয়া গেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫ জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord CE 2 5G Expected Specifications)

এর আগেই জানা গেছে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫ জি ফোনে থাকবে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ এইচডিআর১০+ AMOLED ডিসপ্লে। সুরক্ষার জন্য ডিসপ্লের উপরে দেওয়া হবে গরিলা গ্লাস ৫।

পারফরম্যান্সের জন্য, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হবে ৬৫ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া, ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ইউজার ইন্টারফেসে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord CE 2 5G ফোনের ব্যাক প্যানেল থাকবে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড) সেন্সর যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, আসন্ন হ্যান্ডসেটে থাকবে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি স্লট।