গুগল ও অ্যাপল কে টেক্কা দিতে ‘Hey Umang’ কমান্ড সার্ভিস আনছে ভারত সরকার

গত জানুয়ারীতেই আমরা জানতে পেরেছিলাম যে, ‘আত্মনির্ভর’ কর্মসূচির পরবর্তী পদক্ষেপ হিসেবে, ভারত সরকার এবার দেশীয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট আনতে পারে, যার সাহায্যে ভারতীয়রা অ্যাপল সিরি (Apple Siri) বা গুগল অ্যাসিস্ট্যান্টের (Google Assistant) মতই হ্যান্ডস-ফ্রি এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে এই খবর প্রকাশিত হওয়ার প্রায় তিনমাস পর, বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সরকার এখন এই সুবিধা আনার জন্য ‘Umang’ নামের ‘মাস্টার অ্যাপ প্ল্যাটফর্ম’ বিকাশের কাজ শুরু করেছে বলে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবী করা হয়েছে। ইকোনমিক টাইমসের মতে, আগামী দিনে এই দেশীয় প্ল্যাটফর্মটিতে ‘হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ মাই পাসপোর্ট রিনিউয়াল’, ‘হাউ টু লিঙ্ক আধার উইথ প্যান’ জাতীয় প্রশ্নের উত্তর পেতে ভয়েস কমান্ড দেওয়া যাবে। এক্ষেত্রে অ্যামাজন আলেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরির মতই ‘Hey Umang’ কমান্ড ব্যবহার করে ফিচারটি চালু করা যাবে।

জানা গিয়েছে, সরকার প্রথমে ইংরেজি এবং হিন্দিতে এই পরিষেবাটির কার্যকারিতা যাচাই করবে; পরে মালয়ালম, তামিল ও তেলুগু ভাষায় ফিচারটি রোলআউট করা হবে। এক্ষেত্রে, এই প্ল্যাটফর্মটির বিকাশের জন্য সেন্সফোর্থ (Senseforth) AI রিসার্চ নামক একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্ল্যাটফর্মটি চালু হলে তা প্রথমে ব্লাড ব্যাংক, ইপিএফও, পাসপোর্ট, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতো জনপ্রিয় পরিষেবাগুলির ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এতে ভয়েসের পাশাপাশি টেক্সট-ভিত্তিক চ্যাটবট থাকবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পরবর্তী সময়ে এটি সরকারী সংস্থাগুলির কাজে ব্যবহার হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে।

এক্ষেত্রে, যে সমস্ত ইউজার আঞ্চলিক ভাষাতেই অভ্যস্ত অর্থাৎ তারা ইংরেজি বুঝতে, পড়তে, লিখতে বা বলতে পারেন না, তাদের জন্য এই ভয়েস-ভিত্তিক প্ল্যাটফর্মটির মাধ্যমে ডিভাইসের সাথে যোগাযোগ করা সহজতর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। যদিও, এই Umang সরকারি প্ল্যাটফর্ম হিসেবে আসবে নাকি পৃথক প্ল্যাটফর্ম হিসেবে ইউজারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে তা এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ভারতে নিজস্ব ভয়েস-ভিত্তিক প্ল্যাটফর্ম চালু হলে তা দেশের জন্য গৌরবের হবে বটে, তবে সরকার এটির মাধ্যমে প্রচুর ভয়েস ডেটা সংগ্রহ করে তা দেশের AI গবেষণার কাজে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে যে ইউজাররা প্ল্যাটফর্মটির সাথে ইন্টারঅ্যাক্ট করবেন তাদের ভয়েস ডেটার মাধ্যমে অন্যান্য অ্যাপ্লিকেশন এবং পরিষেবাও তৈরি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন