1TB স্টোরেজ সহ 16 জিবি র‌্যাম, ফিচারের পাশাপাশি ডিজাইনেও চমকে দেবে Honor X50 Pro

Honor X50 GT খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। পাশাপাশি এক টিপস্টার দাবি করেছেন যে, সংস্থাটি Honor X50 Pro নামেও একটি ফোন বাজারে আনতে চলেছে। আর এই ডিভাইসে ১টিবি স্টোরেজ পাওয়া যাবে। উল্লেখ্য, সম্প্রতি হ্যান্ডসেটটি 3C সার্টিফিকেশন সাইট থেকেও ছাড়পত্র লাভ করেছে। জানিয়ে রাখি, Honor X50 GT ও Honor X50 Pro ডিভাইস দুটি গত জুলাই মাসে আসা Honor X50 ফোনের উত্তরসূরী হিসেবে লঞ্চ হবে।

Wangzai নামের এক টিপস্টার চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে পোস্ট করে জানিয়েছেন যে, আসন্ন‌ Honor X50 Pro ফোনটি ১৬ জিবি র‌্যাম ও ১টিবি স্টোরেজ অফার করবে। আশা এর আরও কয়েকটি স্টোরেজ অপশন থাকবে।

এর আগে অনর এক্স৫০ প্রো চীনের থ্রিসি (3C) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছিল। এখানে ডিভাইসটি ALP-AN00 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এতে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ডিভাইসটি যে চার্জারের সাথে বাজারে পাওয়া যাবে তাদের মডেল নম্বর হবে – HN-110320C00 ও HN-110320C01।

এছাড়া Honor X50 Pro সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। এদিকে Honor X50 GT সম্পর্কে বললে, এই ফোনে ৬.৮১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৪৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।