Jio নাকি Airtel এর সিম ব্যবহার করেন? দেখে নিন কার 90 দিনের প্ল্যান সস্তা

আপনি যদি Jio এবং Airtel-এর সিম ব্যবহার করে থাকেন। আর একটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন। তাহলে আপনাকে আজ Jio এবং Airtel-এর এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো, যার ভ্যালিডিটি 90 দিন।

বর্তমানে প্রায় এমন অনেক মানুষ আছেন যারা একই সাথে Jio এবং Airtel-এর সিম ব্যবহার করে থাকেন। মূলত তারা নিজেদের ব্যক্তিগত এবং কর্মজীবন আলাদা রাখার জন্যই এমনটা করে থাকেন। তবে, দুটো সিম ব্যবহার করার আরেকটি সুবিধেও আছে। যেটি হল দুটি সিম ব্যবহার করলে যখন যে টেলিকম অপারেটর ভালো অফার প্রদান করবে, তখন তার প্ল্যান বেছে নেওয়া যাবে। কিন্তু, এমনও অনেক সময় আসে যখন দুটি টেলকোর অফার করা একই ধরনের প্রিপেড প্ল্যানের মধ্যে একটি বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই এমন সময় ব্যবহারকারীদের কি করণীয় সেই নিয়েই আজকের প্রতিবেদন।

আপনি যদি Jio এবং Airtel-এর সিম ব্যবহার করে থাকেন। আর একটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন। তাহলে আপনাকে আজ Jio এবং Airtel-এর এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো, যার ভ্যালিডিটি 90 দিন, তবে সুবিধা এবং দাম সম্পূর্ণ আলাদা। আসুন এই প্ল্যানের দাম ও বেনিফিটগুলি দেখে নেওয়া যাক।

Jio-র 749 টাকার প্ল্যান

জিওর 749 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। আর এই প্ল্যানে প্রত্যেকদিন 2 জিবি হাই স্পিড ইন্টারনেট সহ বিশেষ অফারের অধীনে বর্তমানে 20 জিবি অতিরিক্ত ডেটা প্রদান করা হচ্ছে। সাথে আছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যেকদিন 100 টি এসএমএস সহ জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং অন্যান্য জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।

Airtel এর 779 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটিও ৯০ দিন। আর এর সাথে ব্যবহারকারীরা পেয়ে যান প্রত্যেকদিন 1.5 জিবি ডেটা এবং 100 টি এসএমএসের সুবিধা সহ আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। আর অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া যায় অ্যাপোলো সার্কেল এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।

জিও এবং এয়ারটেলের 90 দিনের প্ল্যানের মধ্যে কোনটি সেরা?

জিও এবং এয়ারটেল উভয়ই তাদের প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি অফার করে। তবে, দুটি প্ল্যানের মধ্যে এয়ারটেলের প্ল্যানের দাম জিওর থেকে 30 টাকা বেশি। আর জিও এয়ারটেলের তুলনায় কম টাকায় অনেক বেশি ডেটা অফার করে থাকে। পাশাপাশি বর্তমানে জিও এই প্ল্যানের সাথে অতিরিক্ত 20 জিবি ডেটাও অফার করছে অর্থাৎ জিওর প্ল্যানে 30 টাকা কম খরচ করে আপনি পেয়ে যাচ্ছেন মোট 65 জিবি বেশি ডেটা। তাই, দুটি প্ল্যানের মধ্যে কোনটি আপনার উপযুক্ত সেটা আর বলার অপেক্ষা রাখে না।