Vivo V21e 5G ভারতে লঞ্চ হল, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আছে ডায়মেনসিটি ৭০০ প্রসেসর

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Vivo V21e 5G। বাজেট ফ্রেন্ডলি এই 5G ফোনটি কোম্পানির V21 সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে আজ ভারতে পা রেখেছে। কয়েক মাস আগে মালয়েশিয়ায় ফোনটির 4G মডেল লঞ্চ হয়েছিল। Vivo V21e 5G ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর, AMOLED ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ভিভো ভি ২১ই ৫জি এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V21e 5G ফোনের দাম ও অফার

ভিভো ভি ২১ই ৫জি ফোনের ভারতে দাম রাখা হয়েছে ২৪,৯৯০ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি ডার্ক পার্ল এবং সানসেট জাজ কালারে পাওয়া যাবে। Vivo V21e 5G ফোনটি Amazon ও Vivo e-Store থেকে কেনা যাবে।

লঞ্চ অফারের কথা বললে Vivo V21e 5G ফোনটি, আগামী ৩০ জুন পর্যন্ত ২,৫০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। এই সুবিধা পাবে HDFC ব্যাংকের কার্ডধারীরা। আবার ১,০০০ টাকার Amazon ভাউচারও পাওয়া যাবে।

Vivo V21e 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ভিভো ভি ২১ই ৫জি ফোনে আছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক্সেল ডেন্সিটি ৪০৮পিপিআই। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর, সাথে আছে মালি জি৫৭। ভিভো ভি ২১ই ৫জি ৮ জিবি র‍্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি ৩ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরো বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo V21e 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/ ২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যার অ্যাপারচার এফ/২.০।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V21e 5G ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি দাবি করেছে ফোনটি ৩০ মিনিটের মধ্যে ০-৭২ শতাংশ চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। Vivo V21e 5G ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ৫জি, এলটিই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১১.১-এ চলে। ফোনটির ওজন ১৬৭ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন