Realme GT: আধ ঘন্টায় হবে ফুল চার্জ! ভারতে এল Snapdragon 888 চিপসেটের এই দুর্ধর্ষ ফোন

OnePlus, Xiaomi, Vivo-র পর এবার ভারতে Snapdragon 888 প্রসেসরের 5G স্মার্টফোন নিয়ে হাজির হল Realme। এ বছর সংস্থাটির প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে চীন ও ইউরোপে আত্মপ্রকাশ করেছিল Realme GT৷ ঠিক এই স্মার্টফোনটিকে আজ ভারতের বাজারে আনল রিয়েলমি। Realme GT-এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, ১২০ হার্টজ স্মুদ ডিসপ্লে, সুপারফাস্ট LPDDR5 র‌্যাম, দুর্দান্ত ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ডলবি অ্যাটমস ডুয়াল স্টিরিও স্পিকার, এবং আরও অনেক কিছু। সদ্য লঞ্চ হওয়া Realme GT-এর সম্পূর্ন স্পেসিফিকেশন, ফিচার এবং দাম এবার দেখে নেওয়া যাক।

Realme GT স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির এসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১,০০০ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ।

রিয়েলমি জিটি স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দ্বারা চালিত। ৮ জিবি/১২ জিবি LPDDR5 র‌্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ কনফিগারেশনে এসেছে এই ফোন। আবার ইউজারেরা ৭ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ ভার্চুয়াল র‌্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি-র পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর (এফ/১.৮৯) + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জং সাপোর্ট করবে। রিয়েলমির দাবি ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র ৩৫ মিনিট৷ অ্যান্ড্রয়েড ১১-বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলবে রিয়েলমি জিটি।

এছাড়া Realme GT-তে ডেডিকেটেড GT মোড থাকছে, যা গেম খেলার সময় উন্নত ইমেজ কোয়ালিটি, 4D ইন-গেম ভাইব্রেশন, দ্রুত লোডিও টাইম, ডায়নামিক সাউন্ড এফেক্ট, প্রভৃতির সাথে দুর্দান্ত মাল্টি-টাস্কিং স্পিড অফার করবে। এছাড়া এই ফোনে স্টেইনলেস স্টিল ভেপার চেম্বার লিকুইড কুলিং টেকনোলজি রয়েছে, যা গেম খেলার সময় ফোনের তাপমাত্রা ১৫॰ সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম।

Realme GT দাম ও লভ্যতা

ভারতে রিয়েলমি জিটি-র দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। এটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম। ফোনটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও এসেছে, যার দাম ৪১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। রিয়েলমি জিটি ড্যাশিং ব্লু ও ড্যাশিও সিলভার (গ্ল্যাস ব্যাক) ও রেসিং ইয়েলো (ভেগান লেদার ফিনিশ) কালার অপশনে বেছে নেওয়া যাবে।

ভারতে ২৫ অগাস্ট থেকে Realme GT-র সেল শুরু হবে। ফোনটি ফ্লিপকার্ট, রিয়েলমি.কম, এবং বড় রিটেল স্টোরে উপলব্ধ হবে‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন