২৩ জুন লঞ্চ হচ্ছে Poco F4 5G, Poco X4 GT 5G, তার আগেই ফাঁস দাম সহ স্পেসিফিকেশন

শাওমির সাব-ব্র্যান্ড পোকো চলতি মাসেই বাজারে তাদের Poco F4 5G এবং Poco X4 GT স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। আগামী ২৩ জুন গ্লোবাল মার্কেটে এই হ্যান্ডসেটগুলি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এখন লঞ্চের আগে একটি নতুন রিপোর্টে এই ডিভাইসগুলির ইউরোপীয় মূল্যের পাশাপাশি প্রধান স্পেসিফিকেশনগুলিও শেয়ার করা হয়েছে। এই দুটি ফোনই হাই-মিড রেঞ্জের Samsung Galaxy A সিরিজের ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে। দুই নতুন পোকো ফোনের মধ্যে Poco F4 5G অপেক্ষাকৃত বেশি দামি হবে, আর Poco X4 GT মডেলটি Redmi Note 11T Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে জানা গেছে।

পোকো এফ৪ ৫জি এবং পোকো এক্স৪ জিটি-এর সম্ভাব্য দাম (Poco F4 5G and Poco X4 GT 5G Expected Price)

উইনফিউচার-এর নতুন রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল মার্কেটে পোকো এফ৪ ৫জি-এর দাম রাখা হবে ৪৩০ ইউরো (প্রায় ৩৫,৩০০ টাকা) এবং পোকো এক্স৪ জিটি-এর মূল্য হবে ৪০০ ইউরো (প্রায় ৩২,৯৯৯ টাকা)। এই দুই মডেলই আগামী ২৩ জুন বিশ্বব্যাপী মার্কেটে লঞ্চ করা হবে। ওইদিন বিকাল ৫:৩০ টায় (ভারতীয় সময়) এই লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে, যা পোকোর ইউটিউব (Youtube) চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে।

পোকো এফ৪ ৫জি-এর স্পেসিফিকেশন (Poco F4 5G Expected Specifications)

ডুয়েল-সিমের পোকো এফ৪ ৫জি ফোনে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে থাকবে, যা ১,৩০০ নিট ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে। পোকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, পোকো এফ৪ ৫জি-এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্টও বাজারে আসবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Poco F4 5G-তে এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে। আবার ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য, এফ/২.৪ অ্যাপারচার সহ ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 5G-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়া, এতে ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং ওয়াই-ফাই অন্তর্ভুক্ত থাকবে। সবশেষে, হ্যান্ডসেটটি ৮ মিলিমিটার পুরু হবে এবং এর ওজন হবে ১৯৫ গ্রাম।

পোকো এক্স৪ জিটি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco X4 GT Expected Specifications)

যেহেতু পোকো এক্স৪ জিটি মডেলটি রেডমি নোট ১১টি প্রো-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে, তাই উভয় ফোনেই অনুরূপ স্পেসিফিকেশন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পোকো এক্স৪ জিটি-এ ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে হিট ডিসিপেশনের জন্য একটি ভেপার কুলিং (VC) চেম্বার থাকবে। পোকো এক্স৪ জিটি ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Poco X4 GT-এ ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, X4 GT-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া এর কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, এনএফসি, ইউএসবি টাইপ-সি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকতে পারে।