শূন্য রান দিয়ে ৭ উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে বড় নজির গড়ল এই ক্রিকেটার

আজ ইন্দোনেশিয়ার বালির উদায়না ক্লাবে মঙ্গোলিয়া মহিলা দলের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ খেলতে নেমেছিল ইন্দোনেশিয়া মহিলা দল। আর এই ম্যাচেই মঙ্গোলিয়া মহিলা দলের ব্যাটারদের নাঁচিয়ে ছেড়েছেন ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া।

ক্রিকেট মানেই তো রেকর্ড ভাঙ্গাগড়া। সবসময়েই ক্রিকেটে চলে আসছে এক রেকর্ডকে পিছনে ফেলে অন্য রেকর্ড। এবার আজ অনন্য এক রেকর্ড তালিকায় নিজের নাম তুলেছেন ইন্দোনেশিয়ার এক মহিলা ক্রিকেটার। যার নাম রোমালিয়া রোমালিয়া (Rohmalia Rohmalia)। যিনি আজ ছেলে মেয়ে উভয়দের আন্তর্জাতিক ক্রিকেট মিলে এক বিশেষ নজির গড়েছেন।

আজ ইন্দোনেশিয়ার বালির উদায়না ক্লাবে মঙ্গোলিয়া মহিলা দলের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ খেলতে নেমেছিল ইন্দোনেশিয়া মহিলা দল (Indonesia Women vs Mongolia Women 5th T20I Match)। আর এই ম্যাচেই মঙ্গোলিয়া মহিলা দলের ব্যাটারদের নাঁচিয়ে ছেড়েছেন ইন্দোনেশিয়ার রোমালিয়া। একাই বল হাতে ৩.৩ ওভার বল করে বিনা রান দিয়ে ৭ টি উইকেট তুলে নিয়েছেন। উল্লেখ্য, কোনো রান খরচা না করে ৭ উইকেট ক্রিকেটবিশ্বে একমাত্র শিকার করেছেন রোমালিয়া।

এর আগে ৭ উইকেট আরও দুই মহিলা ক্রিকেটার শিকার করেছিলেন। তারা হলেন নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিজক (Frederique Overdijk) এবং আর্জেন্তিনার অ্যালিসন স্টকস (Alison Stocks)। তবে তারা ওই ৭ উইকেট সংগ্রহের সময় ৩ রান দিয়েছিলেন। কিন্তু একমাত্র বিনা কোনো রান দিয়ে এর আগে ৬ উইকেটের রেকর্ডটি ছিল নেপাল মহিলা দলের ক্রিকেটার অঞ্জলি চাঁদের (Anjali Chand) নামে। আজ সেই রেকর্ডকে পিছনে ফেলে এগিয়ে এসেছেন ইন্দোনেশিয়ার রোমালিয়া।

আজ মঙ্গোলিয়া মহিলাদের সামনে ২০ ওভারে ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল ইন্দোনেশিয়ার মহিলারা। যা তাড়া করতে নেমে রোমালিয়ার বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে মাত্র ২৪ রানে অলআউট হয় তারা। এদিকে রোমালিয়ার প্রথম শিকার মঙ্গোলিয়া মহিলা দলের অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেং। অধিনায়ককে ফেরানোর পর একে একে রোমালিয়া ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটার জারগালসাইকান এরদেনেসুভ, গানসুক আরজুইন ও ওদজায়া এরদেনেবাতারকে। এছাড়া লোয়ার অর্ডারে বাতসেতসেগ নামুনজুল, বাতসোগ নারাঙ্গেরেল এবং মেন্দবায়ার এনখুজুলকে ফেরানও তিনি।