Hero XPulse 200 4V Rally Edition: মেঠো রাস্তা হোক কিংবা পাথুরে পথ, হিরো-র নয়া বাইক জয় করবে সব, লঞ্চের আগে তথ্য ফাঁস

দেশের সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার বাইক হিসেবে দারুণ সুখ্যাতি অর্জন করেছে Hero XPulse 200। পাথুড়ে পথ থেকে মেঠো পথ, সব ধরনের রাস্তা অতিক্রম করতে সক্ষম এটি। গতির ঝড় তুলতে ও ইঞ্জিনের কার্যকারিতা বাড়াতে গত বছর 4V ভার্সনে লঞ্চ হয়েছে বাইকটি। আবার মোটরস্পোর্টে অংশগ্রহণকারীদের জন্য অপশনাল র‍্যালি কিট-সহ উপলব্ধ এই বাইক। তবে এবার সেটি আপডেট হয়ে Hero XPulse 200 4V Rally Edition নামে নতুন ভ্যারিয়েন্ট হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই ট্রায়াল চালানোর জন্য র‍্যালি এডিশন মডেলের রেজিস্ট্রেশনের নথি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আসুন জেনে নেওয়া যাক নতুন Hero XPulse 200 4V Rally Edition এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে।

New Hero XPulse 200 4V Rally Edition

নথি থেকে জানা গিয়েছে সম্পূর্ণ একটি নতুন ভ্যারিয়েন্টে বিক্রি করা হবে হিরো এক্সপালস ২০০ ফোর-ভি র‍্যালি এডিশন। কারিগরির দিক থেকে তেমন কোন পার্থক্য থাকছে না। আগের মতই ১৯৯.৬ সিঙ্গেল সিলিন্ডার, ফোর ভাল্ভ, এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে এটি। যা থেকে ১৯.১ পিএস শক্তি উৎপন্ন হবে। কতটা টর্ক পাওয়া যাবে তা উল্লেখ হয়নি। মনে করা হচ্ছে আগের মতই ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

তবে হিরো এক্সপালস ২০০ ফোর-ভি র‍্যালি এডিশন সাধারণ মডেলের তুলনায় বড় হবে। বাজার চলতি এক্সপালস ২০০ ফোর-ভি এর দৈর্ঘ্য ২২২২ মিমি, প্রস্থ ৮৫০ মিমি, ও উচ্চতায ১,২৫৮ মিমি। নতুন মডেলের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ২৩ মিমি ও ৫০ মিমি বেশি হবে। আবার হুইলবেস ১,৪১০ মিমি থেকে বেড়ে ১৪২৭ মিমি হবে। অর্থাৎ আকার-আয়তনে পার্থক্যটা নজরে পড়বে।

ভাল অফ-রোডিংয়ের জন্য আসন্ন মডেলটির সাসপেনশন আরও উন্নত হবে বলেই অনুমান করা হচ্ছে। এছাড়া হ্যান্ডেলবার, নবি প্যাটার্ন টায়ার ও সাইড স্ট্যান্ডের দৈর্ঘ্য বাড়বে বলেই ধারনা। কবে লঞ্চ হবে তা বলা না হলেও, এই নয়া ভ্যারিয়েন্ট উৎসবের মরসুমে বাজারে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লিতে Hero XPulse 200 4V-র এক্স-শোরুম দাম ১,৩২,৩৫০ টাকা। র‍্যালি কিট যুক্ত হলে অতিরিক্ত ৪৬,০০০ টাকা ব্যয় করতে হয়। তাই Hero XPulse 200 4V Rally Edition-এর মূল্য ১.৭০ লাখ টাকার কাছাকাছি হতে পারে।