বাপরে! 16 জিবি র‍্যাম ও 11,200mAh ব্যাটারি নিয়ে আসছে Samsung এর সবচেয়ে বড় ট্যাব

স্যামসাং (Samsung) সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টটি আগামী ২৬ জুলাই তাদের নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। সেখানে Galaxy Z Fold 5, Z Flip 5 এবং Galaxy Watch 6 সিরিজের পাশাপাশি Galaxy Tab S9, Galaxy Tab S9 Plus এবং Galaxy Tab S9 Ultra-ও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগে এখন এক সুপরিচিত টিপস্টার Galaxy Tab S9 সিরিজের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন।

Samsung Galaxy Tab S9, S9+, S9 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ঈশান আগরওয়াল তার একটি টুইটে দাবি করেছেন যে, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ১১ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X স্ক্রিন থাকবে যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। ট্যাব এস৯-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলেই ক্যামেরা এবং সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯-এ ৮,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসটির পরিমাপ হবে ২৫৪.৮ x ১৬৫.৮ x ৫.৯ মিলিমিটার।

এরপর আসা যাক গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এর প্রসঙ্গে। টিপস্টারের মতে, সিরিজের এই প্লাস মডেলটিতে বড় ১২.৪ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ x ১,৭৮২ পিক্সেলের ডাব্লিউকিউএক্সজিএ+ রেজোলিউশন সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ট্যাবটির রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এ ১০,০৯০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে। এই ট্যাবলেটটিতে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে এবং পরিমাপ হবে ২৮৫.৪ x ১৮৫.৪ x ৫.৭ মিলিমিটার।

আর Tab S9 লাইনআপের টপ-এন্ড মডেল Samsung Galaxy Tab S9 Ultra-এ সবথেকে বড় ১৪.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X প্যানেল দেখা যাবে, যা ২,৯৬০ x ১,৮৯৮ পিক্সেলের ডাব্লিউকিউএক্সজিএ+ রেজোলিউশন অফার করে। সেলফির জন্য ট্যাবলেটটির সামনে ১২ মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা অবস্থান করবে, আর এর পিছনের প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। এছাড়া, Galaxy Tab S9 Ultra-এ ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ এবং বিশাল ১১,২০০ এমএএইচ ব্যাটারি মিলবে। এই স্যামসাং গ্যালাক্সি ট্যাবটির মাত্রা হবে ৩২৬.৪ x ২০৮.৬ x ৫.৫ মিলিমিটার। এটিই সিরিজের সবচেয়ে বড় ফর্ম ফ্যাক্টর যুক্ত মডেল হিসাবে আসবে।

জানিয়ে রাখি, পারফরম্যান্সের জন্য Samsung Galaxy Tab S9 সিরিজে গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যার পিক ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ। এটি আসলে স্ট্যান্ডার্ড SD8G2-এর একটি ওভারক্লকড ভার্সন। এই একই চিপ আগে Galaxy S23 সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও, Galaxy Tab S9 সিরিজে কোয়াড স্পিকার সেটআপ, একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এস-পেন স্টাইলাস মিলতে পারে।