Galaxy S24 সিরিজের লঞ্চ ইভেন্টেই বড় ঘোষণা Samsung এর, Galaxy Ring আসছে চলতি বছরেই

Samsung Galaxy Ring চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকেড ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে

গতকাল (১৭ই জানুয়ারি) আয়োজিত বছরের প্রথম ‘Galaxy Unpacked’ ইভেন্টে Samsung নতুন Galaxy AI প্রযুক্তি এবং Galaxy S24 স্মার্টফোন সিরিজের ঘোষণা করে। তবে ইভেন্টের শেষ পর্যায়ে পৌঁছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি একটি নতুন স্মার্ট রিং টিজ করে। সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে এর নাম Galaxy Ring রাখা হয়েছে। যদিও ‘ফার্স্ট লুক’ ছাড়া ডিভাইসটি ফিচার, দাম, বা লঞ্চের টাইমলাইন সম্পর্কিত কোনো তথ্য এক্ষুনি প্রকাশ্যে নিয়ে আসেনি Samsung। তাসত্ত্বেও আমরা Samsung Galaxy Ring -এর বিশেষত্ব এবং সম্ভাব্য আগমনের সময় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করেছি। চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক..

Samsung Galaxy Ring সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গেছে?

স্যামসাং রিসার্চের ক্লিনিক্যাল রিসার্চ সায়েন্টিস্ট ডঃ ম্যাথিউ উইগিন্স (Matthew Wiggins) গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি রিং -এর ঘোষণা করেছেন। টেক জায়ান্টটি দাবি করেছে যে, তাদের আপকামিং ডিভাইস হবে একটি ‘কাটিং এজ, শক্তিশালী, অ্যাক্সেসেবল হেলথ এবং ওয়েলনেস’ ডিভাইস, যা ভবিষ্যতে আগত স্বাস্থ্য-কেন্দ্রিক ডিভাইস সম্পর্কিত ভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তন করবে।

ডিজাইনের নিরিখে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি রিং সম্ভবত ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের সাথে আসবে। এতে ব্যবহৃত প্রযুক্তি বা ফিচার এখনো সামনে আসেনি। মনে করা হচ্ছে যে, লঞ্চ-পরবর্তী সময়ে ডিভাইসটি – আউরা এবং ইভির মতো স্মার্ট রিংগুলির সাথে প্রতিদ্বন্ধীতা করবে।

সম্ভাব্য লঞ্চের সময়ের কথা বললে, Samsung Galaxy Ring চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকেড ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে। জানিয়ে রাখি, স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ (Galaxy Z Fold 6) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ (Galaxy Z Flip 6) -এর ঘোষণা এই একই ইভেন্টেই করবে।

প্রসঙ্গত পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung Galaxy Ring ডিভাইসে EKG এবং স্মার্ট হোম কন্ট্রোল ফিচার সমর্থন করবে। আবার ২০২৩ সালের ফেব্রুয়ারির একটি পেটেন্ট ফাইলিং অনুসারে, স্যামসাংয়ের প্রথম স্মার্ট রিং – স্বাস্থ্য, ফিটনেস এবং স্লিপ প্যাটার্ন সম্পর্কিত তথ্য ট্র্যাকিং, মেজারিং, মনিটারিং এবং আপলোড করতে সমর্থ হবে। এছাড়া Samsung Galaxy Ring -এ কিছু এআই (AI) ফিচারও অন্তর্ভুক্ত করা হতে পারে।