Asus Zenfone 8 Flip ও Zenfone 8 এর লঞ্চের আগেই ডিজাইন ও ফিচার ফাঁস

আগামী ১২ মে গ্লোবাল মার্কেটে Zenfone 8 সিরিজ লঞ্চ করার জন্য Asus প্রস্তুতি নিচ্ছে৷ এই লাইন আপে ঠিক কতগুলি স্মার্টফোন থাকবে তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে আমরা এই সিরিজে অন্তত দুটি ফোন দেখতে পারি – Zenfone 8 এবং Zenfone 8 Flip৷ অফিসিয়াল ভাবে আত্মপ্রকাশ করার আগেই এখন স্পেসিফিকেশন সহ ডিভাইস দুটি উন্মুক্ত রূপে ধরা দিয়েছে৷ টিপস্টার ঈশান আগরওয়ালের সাথে হাত মিলিয়ে ৯১মোবাইলস জেনফোন ৮ ও জেনফোন ৮ ফ্লিপ স্মার্টফোন দুটির এক্সক্লুসিভ রেন্ডার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে৷ প্রথমে একটু সংশয় দেখা দিলেও মডেল দুটির মধ্যে একটিতে ফ্লিপ ক্যামেরা মেকানিজম থাকার বিষয়টি এখন নিশ্চিত করা যাচ্ছে৷

Asus Zenfone 8 Flip : রেন্ডার ও স্পেসিফিকেশন

আসুস জেনফোন ৮ ফ্লিপ, নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটি ফ্লিপ ক্যামেরা সহ আসবে৷ জেনফোন ৬-এর হাত ধরে আসুস এই ট্রেন্ডের সূচনা করেছিল৷ এই ধরনের মেকানিজমের মূল কথা হল এটি ফ্লিপ করে রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে৷ আসুস জেনফোন ৮ ফ্লিপ কোনো নচ বা পাঞ্চ-হোল ছাড়াই এজ-টু-এজ ডিসপ্লে অফার করবে৷ ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে৷ ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ৷ ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে৷ এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে৷

ফটোগ্রাফির জন্য আসুস জেনফোন ৮ ফ্লিপ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে৷ যেগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স + ১২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স৷ পাওয়ার ব্যাকপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ফোনটি অন্তত দুটি কালার অপশনে আসবে এবং এতে সায়ান রঙের পাওয়ার বাটন থাকবে৷ মোটোরাইজড ক্যামেরা মডিউল এবং বড় ব্যাটারির জন্য ফোনের ওজন ২৩০ গ্রাম ও আকৃতি ১৬৫x৭৭x৯.৫মিমি হবে ৷

Asus Zenfone 8 : রেন্ডার ও স্পেসিফিকেশন

প্রথমে মিনি মডেলটিকেই আমরা জেনফোন ৮ সিরিজের বেস ভ্যারিয়েন্ট বলে কল্পনা করেছিলাম৷ যাই হোক, আসুস জেনফোন ৮ স্মার্টফোনটি ৫.৯২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে সহ আসবে৷ পাঞ্চ-হোল কাটআউট ফোনের বামদিকে দেখা যাবে৷ জেনফোন ৮ ফ্লিপ-এর মতো এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে৷ সাথে থাকবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ৷

জেনফোন ৮-এর রিয়ার ক্যামেরা সংখ্যা দুটি – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স৷ তবে ফোনে একটু ছোটো ব্যটারি ব্যবহার করা হয়েছে৷ ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটি হলেও আসুস এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রেখেছে৷ ফোনটি অন্তত দুটি কালার অপশনে আসবে এবং এতে সায়ান রঙের পাওয়ার বাটন থাকবে৷ এর ওজন ১৭০ গ্রাম ও আকৃতি ১৪৮x৬৮.৯x৯ মিমি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন