এই বছরেও চমকে দিতে চলেছে iQOO, নতুন ফোনে থাকছে পাগল করা সব ফিচার্স

ভিভো (Vivo)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড আইকো গত বছর নভেম্বরে চীনে ফ্ল্যাগশিপ iQOO 12 সিরিজ লঞ্চ করেছিল। এরপর ডিসেম্বরে ব্র্যান্ডটি ভারতের প্রথম Snapdragon 8 Gen 3 ফোন হিসেবে iQOO 12 রিলিজ করে। লাইনআপটির আত্মপ্রকাশের চার মাসের মধ্যেই এবার উত্তরসূরি, iQOO 13 সিরিজকে নিয়ে নানান জল্পনা অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেমন এই সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে, এখন তার আভাস পাওয়া গিয়েছে।

iQOO 13 সিরিজে থাকতে পারে Qualcomm-এর পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর, Snapdragon 8 Gen 4

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে মোবাইল চায়না এবং টিপস্টার আসন্ন আইকো 13 সিরিজ সর্ম্পকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, আইকো 12-এর মতো, পরবর্তী প্রজন্মের আইকো 13 স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট নিয়ে গঠিত হবে। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটিতে 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, আর প্রো মডেলটি উচ্চতর 2K রেজোলিউশন সহ কার্ভড ডিসপ্লে অফার করতে পারে৷ ফোনগুলি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ডিসপ্লে (Samsung Display) এবং বিওই (BOE)-এর তৈরি প্যানেল ব্যবহার করবে।

সম্ভবত, iQOO 13 সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি চিপসেট সেগমেন্টে দেখা যাবে। সিরিজটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 4 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা কাস্টম ওরিয়ন (Oryon) সিপিইউ কোর এবং উন্নত এআই (AI) ক্ষমতার জন্য একটি উন্নত নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) নিয়ে গঠিত।

এছাড়া, iQOO 13 লাইনআপের মডেলগুলির ব্যাটারি লাইফের ক্ষেত্রেও আপগ্রেড দেখা যেতে পারে। লেটেস্ট রিপোর্টে আইকোর ফ্ল্যাগশিপে ব্যাটারির ক্ষমতা এবং ফাস্ট চার্জিং গতিতে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে বলে দাবি করা হয়েছে। অবশ্য iQOO 13 সিরিজের লঞ্চ টাইমলাইন সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু যেহেতু Snapdragon 8 Gen 4 আগামী অক্টোবর মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে, তাই এর আগে iQOO 13 সিরিজ লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই।