Smartphones Update: আপনার ফোনে এক্ষুনি ইনস্টল করা উচিত লেটেস্ট আপডেট, জানুন কারণ

স্মার্টফোনে নিয়মিত লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের সকলের জীবনেরই একটি অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর এই সর্বক্ষণের সঙ্গীটিকে দীর্ঘজীবী করার জন্য কিছুদিন পরপর এটিকে আপডেট করা একান্ত আবশ্যক। এর জন্য হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি নির্দিষ্ট সময় অন্তর (কখনো মাসিক কিংবা কখনো সাপ্তাহিক ভিত্তিতে) নিয়মিত সফটওয়্যার আপডেট রোলআউট করে। সেক্ষেত্রে কখনো আমরা এই আপডেটগুলি ইনস্টল করি, তো কখনো বা একেবারে বেমালুম ভুলে যাই। সাধারণত বেশিরভাগ ইউজাররাই লেটেস্ট সফটওয়্যার ভার্সনে তাদের ডিভাইসগুলিকে আপডেট করার কথা প্রায়শই ভুলে যান। সেক্ষেত্রে আপনিও যদি এদের মধ্যে একজন হন, তবে আপনার এক্ষুনি সতর্ক হয়ে যাওয়া খুবই জরুরি। কারণ বিশেষজ্ঞদের মতে, সবসময় ফোনকে লেটেস্ট ভার্সনে আপডেটেড (Smartphone Update) রাখা একান্ত আবশ্যক।

স্মার্টফোনে নিয়মিত লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ

আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড (Android) ও আইফোন (iPhone) উভয় ব্যবহারকারীদের জন্যই ফোনে লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করা খুবই জরুরী। উল্লেখ্য, ফোনের দাম যাই হোক না কেন, আপনার স্মার্টফোন প্রস্তুতকারকের দ্বারা জারি করা প্রতিটি সফটওয়্যার আপডেট ইনস্টল করা আপনার ডিভাইসের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে, ঠিক কী কারণে এই কাজটি করা এতটা জরুরী? সেই কথাই আমরা আপনাকে আজ এই প্রতিবেদনে জানাতে চলেছি। তাই আমাদের আজকের এই আর্টিকেলটি খুব ভালোভাবে পড়ে নিন এবং অবিলম্বে আপনার ডিভাইসকে লেটেস্ট ভার্সনে আপডেট করুন।

ফোন আপডেট না করলে নতুন ফিচার ব্যবহারের সুযোগ মিলবে না

জানিয়ে রাখি, মূলত দুই ধরনের সফটওয়্যার আপডেট রয়েছে – ভার্সন এবং সিকিউরিটি / ইনক্রিমেন্টাল আপডেট। সেক্ষেত্রে উভয় সফটওয়্যার আপডেটই সমানভাবে গুরুত্বপূর্ণ। ভার্সন আপডেটগুলি আকারে বড়ো এবং অজস্র পরিবর্তন ও নতুন ফিচার সহ আসে; অন্যদিকে, সিকিউরিটি আপডেটগুলি আকারে ছোটো এবং এটি ডিভাইসে ইন্সটল করলে হ্যান্ডসেটে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না। বলে রাখি, ভার্সন আপডেট করলে ডিভাইসের ইউজার ইন্টারফেসে খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যায়; কিন্তু সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে না। তবে একথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, উভয়ই আপনার স্মার্টফোনের জন্য সমান গুরুত্বপূর্ণ। সুতরাং, আপনি যদি এই আপডেটগুলির মধ্যে কোনোওটি মিস করেন, তবে প্রচুর নতুন ফিচারও আপনার অধরা থেকে যাবে।

আপডেট না করলে ফোন সাইবার আক্রমণের কবলে পড়তে পারে

চলতি সময়ে ভারত সহ গোটা বিশ্বজুড়ে হ্যাকারদের বাড়বাড়ন্ত যে কী হারে বৃদ্ধি পাচ্ছে, সে সম্পর্কে নিশ্চয়ই আর আলাদা করে কাউকে কিছু বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সহজ-সরল ইউজারদেরকে প্রতারিত করে তাদের কষ্টার্জিত টাকা চুরি করতে আজকাল নানা অছিলায় প্রতারকরা ব্যবহারকারীদের ডিভাইসে হরেক রকমের ক্ষতিকারক বাগ এবং ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে। এই ভয়ঙ্কর ভাইরাসগুলি একবার ইউজারদের ডিভাইসে প্রবেশ করলেই সেটির সম্পূর্ণ অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে; আর এর ফলটা যে কী হয়, তা বর্তমান ডিজিটাল যুগের বাসিন্দাদের সকলেরই জানা। সেক্ষেত্রে স্মার্টফোনে সর্বদা লেটেস্ট সিকিউরিটি আপডেট ইন্সটল করা থাকলে এই ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যার ব্যবহারকারীদের ডিভাইসে অনুপ্রবেশ করতে পারে না, যার ফলে হ্যান্ডসেটটি সর্বদা সাইবার আক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকে।

আপডেট না করলে স্মার্টফোন স্লো হয়ে যায়

যত বেশি র‌্যাম ক্যাপাসিটি এবং ভালো প্রসেসর দেখেই স্মার্টফোন কেনা হোক না কেন, একটু পুরোনো হলেই তার পারফরম্যান্স কচ্ছপের মতো স্লো হয়ে যায়। আর সারাক্ষণ সব কাজে ব্যবহৃত এই ডিভাইসটি যদি ধীরে ধীরে চলতে থাকে, তাহলে নিঃসন্দেহে ইউজারদেরকে যে খুবই মুশকিলে পড়তে হয়, সেকথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে হাতের মুঠোফোনটির এই মন্থর গতি কাটিয়ে তাকে সর্বদা চনমনে রাখতে চাইলে (অর্থাৎ ফাস্ট পারফরম্যান্স) ডিভাইসটিকে নিয়মিত আপডেট করা খুবই জরুরী। এই সফটওয়্যার আপডেটগুলি ফোনের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং এটিকে দীর্ঘস্থায়ী হতে সহায়তা করে। অর্থাৎ সহজে বললে, লেটেস্ট সফটওয়্যার আপডেট ইন্সটল করা থাকলে হ্যান্ডসেটটি ফাস্ট পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে, এবং সেটি কয়েকদিন অন্তর অন্তর হঠাৎ করে কচ্ছপের মতো স্লো হয়ে যাবে না।

স্মার্টফোন আপডেট না করলে ব্যাটারিকে দীর্ঘায়ু করা যাবে না

বর্তমান ডিজিটাল যুগে আমরা সকলেই নিজে সুস্থ থাকার পাশাপাশি ফোনেরও দীর্ঘায়ু কামনা করি, কারণ এটিই এখন আমাদের সবসময়ের সঙ্গী তথা প্রিয় বন্ধু। আর যেহেতু এই স্মার্টফোনের প্রাণভোমরা লুকিয়ে রয়েছে তার ব্যাটারির মধ্যে, তাই হ্যান্ডসেটকে দীর্ঘজীবী করার জন্য তার ব্যাটারির যত্ন নেওয়া একান্ত আবশ্যক, কারণ এটিই স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই ডিভাইসের ব্যাটারি লাইফ এবং এর কর্মক্ষমতা বাড়ানোর জন্য রেগুলার ফোন আপডেট করা খুবই জরুরী। কেননা স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলির সফটওয়্যার আপডেট রোলআউট করার পিছনে অন্যতম প্রধান কারণ হল, এই আপডেটগুলি ডিভাইসের ক্যামেরা পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি লাইফও উন্নত করে। তাই স্মার্টফোনকে দীর্ঘায়ু করতে হলে লেটেস্ট ভার্সনে ফোন আপডেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ফোন আপডেট করার আগে এই বিষয়গুলি মাথায় রাখা একান্ত আবশ্যক

আমাদের আজকের এই প্রতিবেদনটি পুরোটা পড়ার পর এখন আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে, ফোনে লেটেস্ট সফটওয়্যার আপডেট ইন্সটল করা কী কারণে খুবই জরুরী। তাই পরেরবার ফোনে কোনো সফটওয়্যার আপডেট আসা মাত্রই বিন্দুমাত্রও দেরি না করে সেটিকে অবিলম্বে ডিভাইসে ইন্সটল করে ফেলুন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আপনার ফোনকে লেটেস্ট সফটওয়্যারে আপডেট করার আগে ডিভাইসটিকে কোনো স্টেবল ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করে নিলে খুব ভালো হয়। কেননা প্রায়শই এই আপডেটগুলি আকারে বেশ বড়ো হয়, তাই দৈনিক মোবাইল ডেটা ব্যবহার করলে হয়তো অনেক ক্ষেত্রেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। তাই কোনো আপডেট ইনস্টল করার আগে ফোনকে অবশ্যই কোনো ভালো তথা সুরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করে নেওয়া উচিত।

এছাড়া, সফটওয়্যার আপডেট ইনস্টল করার আগে ডিভাইসের ডেটা ব্যাকআপ নিয়ে রাখাও একান্ত আবশ্যক। কেননা কখনো কখনো আপডেট ইনস্টল হওয়ার পর ডিভাইসটি রিসেট হয়ে যায়, যার ফলে স্মার্টফোনে মজুত থাকা ব্যক্তিগত কিংবা অন্য কোনো অতি প্রয়োজনীয় ডেটা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোনে কোনো সফটওয়্যার আপডেট ইন্সটল করার আগে উপরিউক্ত বিষয়গুলি মাথায় রাখা ইউজারদের জন্য খুবই জরুরী।