ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে, ৫০০ শতাংশ বিক্রি বাড়ল Amo Electric-এর

দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সাথেই বৈদ্যুতিক অটোমোবাইল সংস্থাগুলির বিক্রিও সমানুপাতিক হারে বেড়ে চলেছে। মানুষ যে ক্রমশ বায়ো-ফুয়েল (Bio-Fuel) চালিত গাড়ির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা এতেই স্পষ্ট। পাশাপাশি সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে বৈদ্যুতিক জ্বালানি চালিত যানবাহনের খরচ পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় অনেকটাই কম। এছাড়াও ইলেকট্রিক যানবাহনে পরিবেশ দূষণের চিন্তা একেবারেই নেই। কাজেই মানুষ এখন বৈদ্যুতিক যানবাহনের প্রতি অধিক আকৃষ্ট হচ্ছেন। তাই প্রায় প্রতিদিন ভারতের বৈদ্যুতিক অটোমোবাইল স্টার্টআপ সংস্থাগুলি নিজেদের বিক্রি বৃদ্ধির খবর গর্বের সঙ্গে প্রকাশ করছে। এবার ভারতীয় সংস্থা অ্যামো ইলেকট্রিক (Amo Electric) নিজেদের উল্লেখযোগ্য হারে বিক্রি বৃদ্ধির খবর জানালো।

গত বছরের অক্টোবরের তুলনায় এবছর তাঁদের ৫০০% স্কুটারের বিক্রি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের অক্টোবরে সংস্থাটির মোট ২,৫০০ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে, গত বছর এই সংখ্যাটি ছিল মাত্র ৪১৬ ইউনিট। পাশাপাশি এবছর ধনতেরাসে ২,৫০০ ইউনিট স্কুটার বিক্রি করেছে সংস্থাটি। গতবছর যা ছিল মাত্র ৩১৬ ইউনিট।

বিক্রি বাড়ার জন্য সংস্থাটি নিজের সেলস এন্ড সার্ভিস টিমকে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে। তাদের সৃজনশীল একাধিক পরিকল্পনাগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে বলেই এই সাফল্য পেয়েছে বলে জানিয়েছে অ্যামো (Amo)। একই সাথে এবারের দিওয়ালিতে নিজেদের বিক্রি আরো বাড়বে বলেই আশা করছেন সংস্থার কর্মকর্তারা।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের পর থেকে নিজেদের ব্যবসা প্রত্যেক মাসে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি। এবছর আগস্টে ২০০%, সেপ্টেম্বরে ৩৫০% এবং অক্টোবরে ৫০০% ব্যবসা বেড়েছে অ্যামো-র। এমনকি চলতি মাসে ৬,০০০ ইউনিট স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁরা।