Tecno Phantom V Flip: চাপে স্যামসাং, বাজার কাঁপাতে 22 সেপ্টেম্বর ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন আনছে টেকনো

টেকনো (Tecno) ফেব্রুয়ারি মাসে Phantom V Fold মডেলের হাত ধরে ফোল্ডেবল ফোনের জগতে পথ চলা শুরু করেছে। আবার সংস্থাটি ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। এবার টেকনো অবশেষে Phantom V Flip নামক ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে। যা স্যামসাং (Samsung), মোটোরোলা (Motorola) এবং ওপ্পো (Oppo)-এর মতো ব্র্যান্ডের ফোল্ডেবল ফ্লিপ ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Tecno Phantom V Flip চলতি মাসেই আসছে বাজারে

টেকনো আগামী ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ফ্যান্টম ভি ফ্লিপ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে যে, ফ্যাশনেবল এবং দূরদর্শী গ্রাহকদের জন্য ক্ল্যামশেল ডিভাইসটি নতুন ফর্ম ফ্যাক্টরের অন্বেষণ এবং ফ্লিপ ফোনের স্টাইল ও কার্যকারীতাকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার প্রতি ব্র্যান্ডের প্রতিশ্রুতিকে তুলে ধরবে। লঞ্চের আমন্ত্রণের পোস্টারটি ফ্যান্টম ভি ফ্লিপ সম্পর্কে কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি ঠিকই, তবে অনুমান করা যায় যে এটি একটি স্লিম প্রোফাইল ডিজাইনের সাথে আসবে। টেকনো ২২ সেপ্টেম্বরের ইভেন্টে ফ্যান্টম ভি ফ্লিপের পাশাপাশি ১৪ ইঞ্চির মেগাবুক টি১ ২০২৩ ল্যাপটপও লঞ্চ করবে।

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ-এর পিছনের প্যানেলের অভিনব ডিজাইন দেখা যাবে, যা এটিকে বাজারে উপলব্ধ অন্যান্য ক্ল্যামশেল ফোল্ডেবলের থেকে আলাদা করবে। এতে বৃত্তাকার মডিউল অবস্থান করবে, যার বাইরের রিংয়ে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট এবং ভিতরে একটি ছোট ১.৩৯ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকবে৷ এটি অন্যান্য ফ্লিপ ফোনের ক্যামেরা এবং ডিসপ্লের প্রচলিত ডিজাইনের থেকে ভিন্ন।

গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেস থেকে জানা গেছে যে, এতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটি ৮ জিবি র‍্যাম সহ MediaTek Dimensity ১,৩০০ প্রসেসরের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস অপারেটিং সিস্টেমে রান করবে বলেও শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) জানিয়েছে যে, Phantom V Flip ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১,১৬৫ এমএএইচ এবং ২,৭৩৫ এমএএইচ ডুয়েল ব্যাটারি দ্বারা চালিত হবে।