ভ্যালেন্টাইনস ডে’র আগে দুর্দান্ত লুকে হাজির Yamaha FZ-S V4, থাকছে ব্লুটুথ, ফাটাফাটি কালার

ভারতে যতগুলি নেকেড রোডস্টার বাইক বিক্রি হয়, তার মধ্যে তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের মডেল Yamaha FZS FI V4। এটি যেমন সুন্দর দেখতে তেমনইই ভাল মাইলেজ। আবার কমফোর্টের দিক থেকেও যথেষ্ট এগিয়ে। ইয়ামাহা ভারত মোবিলিটি এক্সপো-তে এই বাইকটির দু’টি নজরকাড়া কালার অপশন উন্মোচন করেছে। এগুলি হল – আইস-ফ্লুও ভারমিলিয়ন এবং স্পার্কেল গ্রীন।

Yamaha FZS FI V4 নতুন কালার অপশনে হাজির

FZS FI V4-এর উভয় কালার স্কিমই ম্যাট ফিনিশ সহ এসেছে। এর সাথেই হুইলে ফ্লুওরেসেন্ট হাইলাইট বর্তমান। আইস-ফ্লুও ভারমিলিয়ন মডেলের ফুয়েল ট্যাঙ্ক ও ফেয়ারিংয়ে আছে ম্যাট হোয়াইট ফিনিশ। এছাড়া টেল সেকশন, মাডগার্ড এবং ট্যাঙ্ক এক্সটেনশনে ম্যাট ব্ল্যাক হাইলাইট চোখে পড়বে। হুইলে ফ্লুওরেসেন্ট অরেঞ্জের ছোঁয়া বর্তমান।

স্পার্কেল গ্রীন কালার মডেলের ফুয়েল ট্যাঙ্ক ও ফেয়ারিংয়ে রয়েছে ম্যাট গ্রীন ফিনিশ। আবার এর হুইলে ফ্লুওরেসেন্ট গ্রীন হাইলাইট দেওয়া হয়েছে। এছাড়া টেল সেকশন, মাডগার্ড এবং ট্যাঙ্ক এক্সটেনশনে উপস্থিত ম্যাট ব্ল্যাকের স্পর্শ। সব মিলিয়ে নতুন রঙের অর্ন্তভুক্তি মোটরসাইকেলটিকে আরও নজরকাড়া করে তুলেছে।

কালার অপশন ছাড়া মোটরসাইকেল দুটির কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই ১৪৯ সিসির ইঞ্জিন থেকে ৭,২৫০ আরপিএম গতিতে ১২.৩ বিএইচপি ক্ষমতা ও ৫,৫০০ আরপিএম গতিতে ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে আছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এলসিডি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। যদিও ইয়ামাহা নতুন পেইন্ট স্কিমের দাম বা লঞ্চের সময়কাল সম্পর্কে কিছুই জানায়নি।