MIUI 13: আকর্ষণীয় ফিচার সহ Xiaomi স্মার্টফোনে আসছে নতুন আপডেট, কবে?

MIUI 13 আপডেটের আত্মপ্রকাশের দিন কবে? অবশেষে শাওমি ব্যবহারকারীদের কৌতুহলের আবসান ঘটিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সংস্থার সিইও স্বয়ং। শাওমির প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার লেই জুন বলেছেন, তারা MIUI 13 ভার্সন নিয়ে খুব শীঘ্রই হাজির হবেন। খুব সম্ভবত শাওমির নতুন কাস্টম ইন্টারফেস চলতি বছর শেষ হওয়ার আগেই অফিসিয়ালি রোলআউট করা হবে।

প্রতি বছরের মতো এবারেও চীনে Xiaomi-র স্মার্টফোনের পর এর গ্লোবাল ভার্সন MIUI 13 আপডেট পাবে। সে ক্ষেত্রে প্রথম ব্যাচে ভারত-সহ বিশ্ব বাজারে সংস্থার যোগ্য হ্যান্ডসেটগুলোতে আপডেটটি পৌঁছতে ২০২২-এর প্রথমার্ধ পর্যন্ত সময় লেগে যেতে পারে। MIUI 13 কী কী আপগ্রেডের সাথে আসবে, তা এখনও জানা হয়নি। তবে সেটির ইউজার ইন্টারফেসে বড়সড় পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যেতে পারে দু’টি নিম্নোক্ত ফিচার।

গেমের জন্য ফ্লোটিং উইন্ডো

জনৈক এক টিপস্টারের মতে, পরবর্তী প্রজন্মের এই এমআইইউআই কাস্টম স্কিনে গেমের জন্য ফ্লোটিং উইন্ডো থাকবে। ফ্লোটিং উইন্ডো মূলত অ্যাপ্লিকেশনের জন্য। এখনও পর্যন্ত কোনও সফটওয়্যার সিস্টেমে গেমের ক্ষেত্রে ফ্লোটিং উইন্ডো থাকতে দেখা যায়নি। তবে এমআইইউআই ১৩ আমাদের সেই চিরাচরিত ভাবনা পাল্টে দেবে।

মেমরি ফিউশন টেকনোলজি

এমআইইউআই ১৩-এর মেমরি ফিউশন টেকনোলজি ঠিক ভার্চুয়াল র‌্যামের মতো কাজ করবে। এক্ষেত্রে র‌্যামের নিজস্ব ধারণক্ষমতার বাইরে গেলেই ফোন তার ইন্টারনাল স্টোরেজ থেকে অতিরিক্ত মেমরি র‌্যাম হিসেবে নিতে পারবে। ভার্চুয়াল র‌্যামের উপস্থিতিতে স্মার্টফোনের পারফরম্যান্স আরও ইমপ্রুভ হবে। শাওমির কয়েকটি ফোনে ইতিমধ্যেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি যুক্ত হয়েছে।