শুধু Airtel নয়, কৌশলে চুপিসাড়ে নিজের সস্তা প্ল্যানের দাম বাড়িয়েছে এই সংস্থাও! পাবেন কম Validity

Tariff hike: মাত্র কয়েক ঘন্টা হল দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Bharti Airtel, তার দুটি নির্বাচিত প্রিপেইড প্ল্যানের দাম খানিকটা বাড়িয়েছে। এই কারণে বর্তমানে নেটপাড়ায় সংস্থাটিকে বেশ চর্চা চলছে। তবে Airtel-এর দিকে আঙুল উঠলেও, ‘দোষী’ তারা একা নয়! বরঞ্চ রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL বা Bharat Sanchar Nigam Limited-ও সবার অগোচরে কার্যত একই পদক্ষেপ নিয়ে বসেছে। হালফিলে এই টেলকো তার একটি প্ল্যানের সুবিধা সংশোধন করেছে – BSNL-এর তরফে তার ৯৯ টাকার প্ল্যানের বৈধতা কমানো হয়েছে। আর সংস্থার এই পদক্ষেপের ফলে, এই রিচার্জ অপশনটি পরোক্ষভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। কেননা, দাম ও অন্যান্য বেনিফিট একই রেখে শুধুমাত্র ভ্যালিডিটি হ্রাস করায় এর দৈনিক গড় খরচ বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, BSNL এই প্রথমবার এমন কিছু করেছে তা নয়; সংস্থাটি ইতিমধ্যেই নিজের অনেক প্ল্যানের বৈধতা কমিয়ে দিয়েছে যা তাদের ট্যারিফ শুল্ক বাড়ানোর একটি উপায়। গ্রাহকরা সাধারণত বিষয়টি লক্ষ্য করেননা যেহেতু দাম বা রিচার্জ খরচ একই থাকে৷ যাইহোক আসুন, এখন BSNL-এর ৯৯ টাকার প্ল্যানে কী কী পাওয়া যাবে, তা বিস্তারিতভাবে জেনে নিই।

BSNL-এর ৯৯ টাকার প্ল্যান: রিভাইসের পর কী সুবিধা পাবেন?

বিএসএনএলের ৯৯ টাকার প্ল্যান এখন ১৭ দিনের বৈধতার সাথে আসে, যেখানে আগে রিচার্জকারীরা সর্বসাকুল্যে ১৮ দিন মানে একটা দিনের বেশি ভ্যালিডিটি পেতেন। আপাতদৃষ্টিতে সাম্প্রতিক এই পরিবর্তনটি বিশাল কিছু নয়, তবে এটি প্ল্যানের দৈনিক গড় খরচ খানিকটা বাড়িয়ে দেয় – এক্ষেত্রে এটি ব্যবহার করার জন্য এখন রোজ ৫.৮২ টাকা লাগবে, যেখানে আগে দিনপিছু গড় ৫.৫ টাকা খরচ পড়ত৷

মনে রাখবেন যে, আলোচ্য প্ল্যানটি একটি স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) এবং এটি ডেটা বা অন্য কোনো বেনিফিটের সাথে আসেনা। এতে কেবল ১৭ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের বিকল্প মিলবে।

যেমনটা শুরুতেই বলেছি, এই পদক্ষেপটি বিএসএনএলকে ইউজার পিছু গড় আয় বা অ্যাভারেজ রেভেনিউ পার হয়ে ইউজার (ARPU) সামান্য বৃদ্ধি করতে এবং ওয়্যারলেস মোবাইল নেটওয়ার্ক ব্যবসা থেকে রিটার্ন উন্নত করতে সহায়তা করতে পারে। তবে শুধু এই ৯৯ টাকার প্ল্যান নয়, বরঞ্চ সংস্থার এই মনোভাবের জন্য তাদের ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানেও এখন কম সুবিধা পাওয়া যাবে – এটি থেকে আনলিমিটেড নাইট ডেটার সুবিধা সরিয়েছে বিএসএনএল।