ভারতে লঞ্চের আগেই Samsung Galaxy M52 5G-র উপর থেকে পর্দা সরলো, প্রকাশ্যে সমস্ত স্পেসিফিকেশন

Samsung Galaxy M52 5G আগামী ২৮ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়ার কথা। প্রথমে ১৯ সেপ্টেম্বর এ দেশে এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে কোম্পানির তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি ২৮ সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। তবে এখন মনে হচ্ছে, ভারতের আগে ফোনটি ইউরোপে পা রাখতে পারে। কারণ, স্যামসাং পোলান্ডে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাম বাদে সম্পূর্ণ স্পেসিফিকেশন-সহ Galaxy M52 5G-কে নথিভুক্ত করেছে। উল্লেখ্য, এর আগে পোলান্ডের একটি রিটেলার সাইটেও ডিভাইসটি লিস্টেড হয়েছিল।

Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন

পোলান্ডে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ফুল এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার)। অন্য দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার) এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার)। এ ছাড়া সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy M52 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হবে। ৬ জিবি/ ৮ জিবি র‍্যামের বিকল্পে ফোনটি পাওয়া যাবে। এটি ১২৮ জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে আসবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা থাকছে।

এ ছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনে পাওয়া যাবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে।

Samsung Galaxy M52 5G এর দাম

স্যামসাং এখনও গ্যালাক্সি এম৫২ ৫জি-এর দাম ঘোষণা করেনি। তবে এর আগে এক পোলিশ রিটেল সাইট থেকে জানা গিয়েছিল, ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হবে ১,৭৪৯ পিএলএন, যা প্রায় ৩৩,০০০ টাকা। ফোনটি ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালারে পাওয়া যাবে। এটি ভারতে ৩০,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন