OnePlus Nord 3 5G: ফাটাফাটি ফিচার নিয়ে ভারতে আসছে ওয়ানপ্লাসের নতুন নর্ড ফোন, একনজরে খুঁটিনাটি

ওয়ানপ্লাস তাদের জনপ্রিয় নর্ড সিরিজের অধীনে OnePlus Nord 3 5G স্মার্টফোনটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও, ফোনটি আগামী মাসেই বাজারে পা রাখতে পারে আশা করা হচ্ছে। অবার এখন এক টিপস্টার ভারতে ওয়ানপ্লাসের ওয়েবসাইটে OnePlus Nord 3 5G মডেলটি খুঁজে পেয়েছেন। সূত্রের দাবি, Nord সিরিজের এই ফোনটির সাথে, কোম্পানি একটি নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডও লঞ্চ করবে।

OnePlus Nord 3 5G-কে দেখা গেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট

টিপস্টার মুকুল শর্মাা ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি-কে ভারতে সংস্থার ওয়েবসাইটে দেখতে পেয়েছেন। তার দাবি, স্মার্টফোনটির পাশাপাশি সম্ভবত ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর টিডাব্লিউএস (TWS) ইয়ারবাডটিও এদেশের বাজারে লঞ্চ হবে। জানিয়ে রাখি, নর্ড ৩ ৫জি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে এবং মে মাসের শেষ থেকে জুনের প্রথমদিকের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা।

OnePlus Nord 3 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি গত মার্চে চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস এস ২ভি-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসবে বলে জানা গেছে। তাই আশা করা হচ্ছে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ১.৫কে (1.5K) অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। নর্ড ৩ ৫জি-তে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যেতে পারে। এই ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ (Oxygen OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus Nord 3 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। আর সেলফির জন্য, এটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেখা যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Nord 3 5G-তে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।