Moto Tab G62 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগে Snapdragon 680 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

Motorola তাদের বিস্তৃত রেঞ্জের স্মার্টফোনের জন্য গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হলেও, ব্র্যান্ডটি ট্যাবলেটের বাজারেও পিছিয়ে নেই। আগামী ১৭ আগস্ট মোটোরোলা তাদের আপকামিং Moto Tab G62 ট্যাবলেটটি লঞ্চ করবে বলে জানা গেছে। আর এখন লঞ্চের আগে, এই নতুন মোটো ট্যাবটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে খুঁজে পাওয়া গেছে। Motorola XT2261-2 মডেল নম্বর সহ এই ডিভাইসটিকে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে৷ সাইটের তালিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Moto Tab G62 অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং ৪ জিবি র‍্যাম অফার করবে। এছাড়া, এই ট্যাবলেটটি Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং ২কে রেজোলিউশন সহ ১০.৬ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে বলেও জানা গেছে৷

Moto Tab G62-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

Motorola XT2261-2 মডেল নম্বর সহ মোটো ট্যাব জি৬২ সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে, যার তালিকাটি প্রকাশ করছে যে, এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে ৪ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। আবার বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, মোটোরোলার ট্যাবলেটটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ৩১১ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ১,৩০৪ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, মোটো ট্যাব জি৬২ আগামী ১৭ আগস্ট ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। মোটোরোলা জানিয়েছে যে, ট্যাবলেটটি মূলত তাদের ব্যবহারকারীদের বিনোদন প্রদানের লক্ষ্যে বাজারে আসছে। উন্মোচনের আগে, ব্র্যান্ডের তরফে আসন্ন ট্যাবটির কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। মোটো ট্যাব জি৬২ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে। এই ডিভাইসটি ২কে রেজোলিউশন সহ ১০.৬ ইঞ্চির ডিসপ্লে, কোয়াড স্পিকার সেটআপ এবং একটি বড় ব্যাটারিও অফার করবে।

উল্লেখ্য, সম্প্রতি জনপ্রিয় ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এ Moto Tab G62-এর একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যার মাধ্যমে আসন্ন ট্যাবটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। যেমন মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, Moto Tab G62-এ ডুয়েল-টোন ফিনিশ সহ একটি ধাতু দ্বারা নির্মিত বডি, স্লিম বেজেল সহ ১০.৬ ইঞ্চির ২কে আইপিএস এলসিডি ডিসপ্লে এবং বিনোদনের জন্য ডলবি অ্যাটমস (Dolby Atmos)-এর সাপোর্ট সহ কোয়াড-স্পিকার সেটআপ থাকবে। ফটোগ্রাফির জন্য, ট্যাবলেটের রিয়ার প্যানেলে এবং সামনে একটি করে ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto Tab G62-এ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ট্যাবলেটটি ওনলি ওয়াই-ফাই এবং এলটিই- উভয় ভ্যারিয়েন্টেই বাজারে আসবে বলে জানা গেছে।