ফোন হ্যাক হওয়ার চিন্তা কমলো, Samsung Galaxy A23 5G ও Galaxy M23 5G ব্যবহারকারীদের সুখবর

Samsung Galaxy A23 5G ও Galaxy M23 5G এর জন্য এল সিকিউরিটি আপডেট

Samsung চলতি বছরে লঞ্চ হওয়া Galaxy A23 5G এবং Galaxy M23 5G স্মার্টফোনের জন্য নতুন সিকিউরিটি আপডেট রিলিজ করল। আপাতত নির্বাচিত কয়েকটি দেশের ব্যবহারকারীরা আপডেটটি পাবে। আর কয়েক সপ্তাহ পর অন্যান্য দেশের জন্যেও এটি রোলআউট করা হবে বলে মনে কর হচ্ছে। নয়া আপডেট ইনস্টলের পর ফোনগুলির সিকিউরিটি ফিচার আরও উন্নত হয়ে উঠবে।

Samsung Galaxy A23 5G ও Galaxy M23 5G এর জন্য আসা সিকিউরিটি আপডেটে নতুন কি আছে?

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগত স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনের জন্য রোলআউট করা সিকিউরিটি আপডেটটির ফার্মওয়্যার সংস্করণ A236USQS2CWD8। আর ইউরোপের অঞ্চলে লঞ্চ হওয়া গ্যালাক্সি এম২৩ ৫জি মডেলটির জন্য আসা আপডেটের ফার্মওয়্যার সংস্করণ M236BXXU3CWD1।

প্রসঙ্গত, Samsung Galaxy A23 5G ফোনে আসা আপডেটের চেঞ্জলগে “ইম্প্রুভড সিকিউরিটি” লেখা থাকতে দেখেছি আমরা। অন্যদিকে, Samsung Galaxy M23 5G ফোনে আসা আপডেটের সাথে উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক স্থিতিশীলতা (overall stability) সহ কিছু অতিরিক্ত ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নতুন সিকিউরিটি আপডেট কিভাবে ডাউনলোড করা যাবে?

স্যামসাংয়ের উভয় ডিভাইসের জন্য সিকিউরিটি আপডেট ডাউনলোড করার পদ্ধতি অনুরূপ। এক্ষেত্রে ব্যবহারকারীদের প্রথমে সেটিংস অপশন ওপেন করতে হবে। এরপর “সফ্টওয়্যার আপডেট” (Software update) বিকল্পে ক্লিক করতে হবে। পরবর্তীতে “ডাউনলোড অ্যান্ড ইনস্টল” (Download and install) অপশনে ট্যাপ করে এপ্রিল ২০২৩ -এর জন্য ডেডিকেটেড সিকিউরিটি আপডেটটি ডাউনলোড করা যাবে। এই নয়া আপডেটটি Samsung Galaxy A23 5G এবং M23 5G ব্যবহারকারীদের লেটেস্ট এবং সবচেয়ে সুরক্ষিত সফ্টওয়্যার অফার করবে।

Samsung Galaxy A23 5G এবং Galaxy M23 5G -এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত রম মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ (OneUI 4.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। উক্ত ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+৫+২+২ মেগাপিক্সেল) এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। আর নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এতে – সর্বাধিক ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, এম-সিরিজের এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+৮+২ মেগাপিক্সেল) এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।