Samsung Galaxy S22-এর ব্যাটারি ছোট হলেও বেশিক্ষণ টিকবে

মিডিয়া রিপোর্ট ও টিপস্টারদের সূত্রে Samsung-এর পরবর্তী প্রজন্মের Galaxy S22 সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য উঠে এসেছে। যেমন রেন্ডার থেকে জানা গিয়েছে এ বছরের Galaxy S21 সিরিজের চেয়ে আগামী বছরের Galaxy S22 সিরিজ আকার-আয়তনে ছোট হবে। এখন Galaxy S22-এর ব্যাটারির ছবিও প্রকাশ্যে এসেছে। যা ইঙ্গিত করছে প্রিডিসেসরের চেয়ে আরও ছোট ব্যাটারির সাথে আসবে Samsung Galaxy S22।

Safety Korea-তে শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া চলাকালীন S22-এর ব্যাটারির লাইভ ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ব্যাটারির টিপিক্যাল ক্যাপাসিটি ৩৭০০ এমএএইচ ও রেটেড ক্যাপাসিটি ৩৫৯০ এমএএইচ।

উল্লেখ্য, Galaxy S20 ও S21 মডেলে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। এতএব, Galaxy S22-এর ব্যাটারি ক্যাপাসিটি ৩০০০ এমএএইচ হ্রাস পাবে। তবে অপ্টিমাইজেশন এবং উন্নতি প্রযুক্তির দৌলতে নতুন ব্যাটারির আয়ু বৃদ্ধি পাবে বলেই ধরে নেওয়া যায়।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, একরকম ব্যাটারি ক্যাপাসিটি থাকা সত্বেও দীর্ঘস্থায়ীতার এক গবেষণায় দেখা গিয়েছিল, Galaxy S20- এর ৭১ ঘন্টা থেকে বেড়ে Galaxy S22-এর এনডুরেন্স রেটিং ৯৩ ঘন্টা পর্যন্ত বেড়েছে। যার ফলে S22-এর ব্যাটারি লাইফের ক্ষেত্রেও অনুরূপ উন্নতি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন