তিন বছর ব্যবহারের পরে ৫০ শতাংশ দামে ফেরত দিতে পারবেন Ather -র ইলেকট্রিক স্কুটার

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের ব্রান্ডগুলির মধ্যে প্রযুক্তিগত উৎকর্ষতা এবং দুর্দান্ত পারফরম্যান্সের প্রসঙ্গ আসলেই উচ্চারিত হয় বেঙ্গালুরুর সংস্থা Ather Energy-এর নাম। অল্প সময়ের মধ্যেই এই স্টার্টআপ সংস্থাটির বৈদ্যুতিন স্কুটারগুলি গুণগত মানের দিক থেকে বেশ সমীহ আদায় করে নিয়েছে। গতমাসেই Ather স্বচ্ছ (ট্রান্সলুসেন্ট) রিয়ার বডি প্যানেলসহ Ather 450X স্কুটারের স্পেশাল এডিশান লঞ্চ করে বাজারে হৈচৈ ফেলে দিয়েছিল। কারণ স্কুটারে স্বচ্ছ প্যানেলের ব্যবহার ছিল ভারতে এই প্রথম।

এবার সংস্থাটি ঘোষণা করলো বাইব্যাক প্রোগ্রামের। এই অফারে গ্রাহকরা Ather 450X এবং 450 Plus স্কুটারের সাথে এদের এক্স-শোরুম মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত রিসেল দাম পাবেন। অর্থাৎ, 450X স্কুটার কেনার পর আপনি নূন্যতম তিন বছর ব্যবহার করে স্কুটারটি কোম্পানীর কাছে পুনরায় বিক্রি করে দিতে পারবেন। পরিবর্তে Ather-এর কাছ থেকে আপনি পাবেন ৮৫,০০০ টাকা, যা পুরোটাই দেওয়া হবে নগদ অর্থে। অপরদিকে Ather 450 Plus স্কুটারের সাথে পাওয়া যাবে ৭৫,০০০ টাকার বাইব্যাক গ্যারান্টি। তবে শর্ত রাখা হয়েছে এই বাইব্যাক প্রোগামে যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার জন্য স্কুটারদুটি ৩০,০০০ কিমির বেশী চালালে হবে না। উল্লেখ্য, প্রোডাক্টের গুনগত মান নিয়ে আত্মবিশ্বাসী একটি ব্রান্ডের এরকম পদক্ষেপ বৈদ্যুতিন টু-হুইলার সেগমেন্টে এই প্রথম।

Ather 450X স্কুটারটি ৬ কিলোওয়াটের মোটর এবং ২.৯ কিলোওয়টারে লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত। এই মোটরের সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৮ বিএইচপি এবং ২৬ এনএম। স্কুটারটিতে Eco, Ride, Sport এবং Wrap এই চারটি রাইডিং মোড আছে। Wrap মোডে চালক স্কুটারের গতি মাত্র ৩.৩ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘন্টা এবং ৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা এক্সেরালেট করতে পারবেন। এটি সর্বোচ্চ ৮০ কিমি/ঘন্টা গতিবেগ সহ ছুটতে পারে। সম্পূর্ণ চার্জের পর Wrap মোডে চালালে এর রাইডিং রেঞ্জ ৮৫ কিমি।

এর ইলেকট্রনিক ফিচারের মধ্যে আছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, অনবোর্ড ডায়াগনস্টিক্স, ম্যাপ নেভিগেশানের জন্য অ্যান্ড্রয়েড বেসড ওএস, ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটি, রিমোট লোকেশান ট্রাকিং, থেফ্ট ডিটেকশন, রিমোট চার্জিং মনিটারিং, এমবেডেড ফোর জি সিমকার্ড প্রভৃতি। এছাড়া স্কুটারটিতে পাবেন টায়ার প্রেশার মনিটর, রিভার্স ও ফরোয়ার্ড মোডের সাথে পার্ক অ্যাসিস্ট সিস্টেম এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো ফিচার।

তবে মনে রাখা দরকার, এইসব ডিজিটাল ফিচার এবং সার্ভিসের সুবিধা নেওয়ার জন্য গ্রাহককে সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিতে হবে। যেমন- Ather Connect Lite, Ather Connect Pro (প্রিমিয়াম কানেক্টেড ফিচার) প্যাক। এছাড়া সার্ভিসিংয়ের জন্য আছে Ather Service Lite এবং Ather Service Pro (প্রিমিয়াম সার্ভিস এক্সপিরিয়েন্স) প্যাক। ব্যবহারের ওপর ভিত্তি করে প্যাকেজ পছন্দ করে প্রতি মাসে, ত্রিমাসিকে বা বার্ষিক পেমেন্টের মাধ্যমে এগুলির সুবিধা গ্রাহক নিতে পারবেন।

Ather নভেম্বর থেকে বেঙ্গালুরু, চেন্নাই, কোজিকোড, মুম্বই, হায়দ্রাবাদ, কোচি, কোয়েম্বাটোর, দিল্লি এনসিআর, পুনে, আহমেদাবাদ এবং কলকাতায় 450X স্কুটারটির ডেলিভারি দেওয়া শুরু করবে। গ্রাহকরা Ather Grid-এ তাদের Ather স্কুটার আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে চার্জ দিতে পারবেন।