প্রায় অর্ধেক দামে LG, Sony, Philips-এর সাউন্ড সিস্টেম, চলছে Amazon Soundbar Days Sale

Amazon Soundbar Days sale : ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon সংগীতপ্রেমীদের জন্য আয়োজন করলো ‘Soundbar Days’ নামের একটি অভিনব সেল। এই সেল ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে এবং চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। এই সময়কালে, Sony, Zebronics, LG, Philips, Blaupunkt, Sonos এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের সাউন্ডবার, মিউজিক সিস্টেম, অ্যাক্সেসরিজ প্রভৃতি অডিও গ্যাজেটের সাথে অবিশ্বাস্য ৭৩% পর্যন্ত ডিসকাউন্ট অফার করা হবে। সাথে, কয়েকটি নির্বাচিত মডেল কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাসের মতো সুযোগ-সুবিধার লাভও ওঠানো যাবে। এই সেলে আপনারা বিভিন্ন ধরণের সাউন্ডবার, যেমন – ডলবি-এনাবল সাউন্ডবার, কমপ্যাক্ট সাউন্ডবার এবং সাবউফার সহ সাউন্ডবারকে ভারী ছাড়ের সাথে কিনে নিতে পারবেন। এছাড়া, মাল্টিমিডিয়া স্পিকারের উপরও ডিসকাউন্ট উপলব্ধ থাকছে। চলুন এবার Amazon Soundbar Days সেলে সাউন্ডবারের সাথে উপলব্ধ কয়েকটি সেরা ডিলসের তালিকা দেখে নেওয়া যাক।

Amazon Soundbar Days সেলে অফার তালিকা

Zebronics ZEB-Jukebar 3820A Pro : ৭,৯৯৯ টাকা (৭৩% ডিসকাউন্ট)

অ্যামাজন সাউন্ডবার ডেজ সেলে, জেব্রনিক্স জেব-জুকেবার ৩৮২০এ প্রো সাউন্ডবারকে অবিশ্বাস্য ২২,০০০ টাকার ছাড়ের সাথে মাত্র ৭,৯৯৯ টাকায় এনালিস্ট করা হয়েছে। এই অডিও প্রোডাক্টটির আসল দাম ২৯,৯৯৯ টাকা। অফারের কথা বললে, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকছে। উক্ত অডিও ডিভাইসটি, ডুয়েল বিল্ট-ইন সাবউফার ও ডুয়েল ড্রাইভার সহ এসেছে। এটি ৮০ওয়াট অডিও আউটপুট প্রদান করার ক্ষমতা রাখে। আর কানেক্টিভিটির জন্য, এই সাউন্ডবারে HDMI ARC, অপটিক্যাল ইনপুট, ব্লুটুথ ভি৫.০, AUX, এবং ইউএসবি মোড ইনপুট অন্তর্ভুক্ত রয়েছে।

LG SL4 : ৯,৯৯০ টাকা (৫৫% ডিসকাউন্ট)

এলজি এসএল৪ সাউন্ডবারকে আপনারা সীমিত সময়ের জন্য ১২,০০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৯,৯৯০ টাকায় কিনে নিতে পারবেন। এই ডিভাইসটির আসল দাম ২১,৯৯০ টাকা। অফার হিসাবে, নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা পাওয়া যাবে৷ এই সাউন্ডবারটি ওয়্যারলেস সাবউফার সহ সামগ্রিক ভাবে ২০০ওয়াট অডিও আউটপুট অফার করে। এলজি এসএল৩ -এ অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল প্রযুক্তি রয়েছে, যা উৎসের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেটিংস সামঞ্জস্য করে।

Blaupunkt SBW08 : ৯,৯৯৯ টাকা (৫০% ডিসকাউন্ট)

অ্যামাজন আয়োজিত সেলটি চলাকালীন, এই সাউন্ডবারকে ১৯,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৯,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। অর্থাৎ, এই মডেলের সাথে আপনারা ফ্লাট ৯,৯৯১ টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। উপরিউক্ত দুটি মডেলের মতো, এটি কেনার ক্ষেত্রেও নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকছে। ব্লাউপুঙ্কট এসবিডাব্লিউ০৮ সাউন্ডবারে একটি ওয়্যারড সাবউফার রয়েছে, যা সমবেত ভাবে ২২০ওয়াট অডিও আউটপুট অফার করে। ইউজাররা কন্টেন্টের উপর ভিত্তি করে, মিউজিক, মুভি, নিউজ এবং ৩ডি (3D) সাউন্ড মোডের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে পারবেন।

Philips Audio Performance TAPB603 : ২৭,৯৯০ টাকা (১৩% ডিসকাউন্ট)

ফিলিপস অডিও পারফরম্যান্স ট্যাপবি৬০৩ সাউন্ডবারের আসল দাম ৩১,৯৯০ টাকা। কিন্তু সেল চলাকালীন, এটিকে ৪,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ২৭,৯৯০ টাকায় বিক্রি করা হবে। অফার হিসাবে, বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড হোল্ডাররা নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা পেয়ে যাবেন। এতে একটি ২০০ওয়াট সাউন্ডবার এবং ৩২০ওয়াটের সম্মিলিত অডিও আউটপুটের জন্য একটি ১২০ওয়াটের সাবউফার রয়েছে। এছাড়া, সিনেমাটিক সাউন্ড কোয়ালিটি সরবরাহের জন্য এতে ডলবি অ্যাটমস টেকনোলজির ব্যবহার করা হয়েছে।

LG SNH5 : ২০,৯৯০ টাকা (৪৮% ডিসকাউন্ট)

অ্যামাজন সাউন্ডবার ডেজ সেলে, এলজি এসএনএইচ৫ সাউন্ডবারকে ৪৮% ডিসকাউন্টের সাথে ২০,৯৯০ টাকায় এনালিস্ট করা হয়েছে। তবে, সেল শেষ হয়ে গেলে পুনরায় এই অডিও ডিভাইসকে ৩৯,৯৯০ টাকা খরচ করে কিনতে হবে। আপনারা, এই মডেলটির খরিদ্দারীর ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, এলজি -এর এই অডিও প্রোডাক্টটি হল একটি ৪.১ চ্যানেল বিশিষ্ট সাউন্ডবার, যাতে একটি সাবউফার রয়েছে৷ এটি মোট ৬০০ওয়াট অডিও আউটপুট অফার করার ক্ষমতা রাখে।