Redmi Note 11 JE: 5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার নতুন স্মার্টফোন লঞ্চ করবে রেডমি

Redmi Note 11 সিরিজের মোট তিনটি ফোন আমরা ইতিমধ্যেই লঞ্চ হতে দেখেছি। আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে Note 11 ব্র্যান্ডিং ব্যবহার করে আরও কয়েকটি মিড-রেঞ্জ ফোন নিয়ে আসার পরিকল্পনা করছে শাওমি (Xiaomi)। গত কাল Redmi Note 11S বলে একটি মডেলের খবর সামনে এসেছিল। যা আগামী মাসেই আত্মপ্রকাশ করবে বলে জল্পনা রয়েছে। আর এখন চর্চায় Redmi Note 11 JE।

গত বছরের অগস্টে শাওমি জাপানে Snapdragon 480 প্রসেসর ও IP68 রেটেড চ্যাসিস-সহ Redmi Note 10 JE লঞ্চ করেছিল। ডিভাইসটি শুধুমাত্র জাপানের মার্কেটে উপলব্ধ ছিল। Redmi Note 11 JE নামে নিশ্চয় মালুম হওয়ার কথা, এটি Redmi Note 10 JE-এর সাক্সেসর বা আপগ্রেড ভার্সন হিসেবে আসছে।

xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, Redmi Note 11 JE ফোনের কোডনাম Lilac এবং মডেল নম্বরটির সংক্ষিপ্ত রূপ হল “K19K”। আর হ্যান্ডসেটের আসল মডেল নম্বরটি হল 22021119KR। গত বছরের অক্টোবরে চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 5G-এর ডিজাইন ও স্পেসিফিকেশনগুলির সঙ্গে Redmi Note 11 JE-এর সাদৃশ্য থাকবে বলেই খবর পাওয়া গিয়েছে।

রেডমি নোট ১১ জেই স্পেসিফিকেশনস (Redmi Note 11 JE Specifications)

রেডমি নোট ১১ জেই-তে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস চিপসেট থাকতে পারে। উল্লেখ্য, রেডমি নোট ১১ ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা পরিচালিত। রেডমি নোট ১১ জেই ৬.৬ ইঞ্চি ডিসপ্লে-সহ আসবে বলে মনে করা হচ্ছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Redmi Note 11 JE-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি র‌্যাপিড চার্জিং অফার করবে৷ ডিভাইসটির ক্যামেরা সেটআপের মেইন সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের (Samsung JN1)। রিয়ার প্যানেলে ক্যামেরার সংখ্যা স্পষ্ট নয়। তবে তাতে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে না বলে দাবি করা হয়েছে।

এছাড়া, রেডমি নোট ১১ জেই অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে৷ যার উপরে থাকবে MIUI 13 কাস্টম স্কিনের প্রলেপ। ফোনটি ৮.৭৫ মিমি পুরু এবং ওজন ১৯৫ গ্রাম হবে। পূর্ববর্তী মডেলের ন্যায় রেডমি নোট ১১ জেই IP68 রেটেড বডি’র সঙ্গে আসবে বলে ধরে নেওয়া যায়। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছরের মতো এবারও ডিভাইসটি শুধুমাত্র জাপানে কেনা যাবে।