IPL 2024: ছিটকে গেলেন লুঙ্গি, পরিবর্ত হিসেবে ২৯ বলে‌ শতরান করা এই অজিকে দলে নিল দিল্লি

গতবছর লিস্ট 'এ' ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।

আইপিএল ২০২৪-এ (IPL 2024) খেলবেন না দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। দিল্লি ক্যাপিটালস দলের সদস্য ছিলেন তিনি। চোটের কারণে লিগ থেকে ছিটকে গেছেন তিনি। আইপিএলের নতুন মরশুমের আগে বাদ পড়া দ্বিতীয় দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার এনগিডি। এর আগে হ্যারি ব্রুকও নিজের নাম প্রত্যাহার করে নেন। ব্রুক ফিট থাকলেও ব্যক্তিগত কারণে লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিস্ফোরক তরুণ ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ককে (Jake-Fraser McGurk) দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২১ বছর বয়সী এই প্লেয়ার এখনো পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন। তার নামের পাশে ৫১ রান থাকলেও এই রানগুলো এসেছে ২২২ স্ট্রাইক রেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১৮ ইনিংসে তিনি করেছেন ৫২৫ রান। তার স্ট্রাইক রেট ১৪৪। এতে রয়েছে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

গতবছর লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। পেশাদার ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিও এটি। গত বছর মার্শ কাপে এই কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু এবছরের আইপিএল নিলামে তাকে কেউ কেনেনি। তবে এবার আইপিএলে খেলতে দেখা যাবে তাকে। টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বললে, তিনি এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলেছেন। এতে ৩৫টি ছক্কার সাহায্যে ৬৪৫ রান করেছেন তিনি।

এর আগে শোনা গিয়েছিল যে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক‌ হ্যারি ব্রুকের জায়গায় খেলবে দিল্লি ক্যাপিটালসে। তবে এনগিডির পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে। এখন ব্রুকের বদলি খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। চতুর্থ অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।