ই-সিম সাপোর্ট সহ Apple iPhone 14 সিরিজে থাকতে পারে অপশনাল মডেল

গতবছর সেপ্টেম্বরে বিশ্ববাজারে লঞ্চ হয় অ্যাপলের iPhone 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এর মাস দুয়েক পর থেকেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় যে, আসন্ন iPhone 14 সিরিজের ফোনগুলি থেকে বাদ দেওয়া হবে ফিজিক্যাল সিম কার্ড ট্রে, তার পরিবর্তে আসন্ন আইফোন মডেলগুলি আসবে ই-সিম (eSIM) সাপোর্ট বা ডিজিট্যাল সিম সহ। এমনক রিপোর্টে এও দাবি করা হয়, মার্কিন সংস্থাটি ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যেই শুধুমাত্র ই-সিম সহ iPhone 14 লঞ্চের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নেটওয়ার্ক ক্যারিয়ারগুলিকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে এখন, একজন Apple প্রোডাক্ট বিশ্লেষক জানিয়েছেন যে, iPhone 14 সিরিজে শুধুমাত্র ই-সিম যুক্ত মডেলটি অপশনাল বা ঐচ্ছিক হবে, যার অর্থ ব্যবহারকারীরা পরবর্তী ফ্ল্যাগশিপ আইফোনে ফিজিক্যাল সিম কার্ড এবং ডিজিট্যাল সিমের মধ্যে নিজেদের পছন্দমত মডেল বেছে নিতে পারবেন। মনে করা হচ্ছে, অ্যাপল প্রথাগত মডেলগুলির সাথে একটি আইফোন মডেলের ই-সিম যুক্ত ভ্যারিয়েন্ট অফার করতে পারে।

শুধুমাত্র ই-সিম সাপোর্ট যুক্ত iPhone মডেল আনতে এখনই রাজি নয় Apple

গ্লোবালডেটার (GlobalData) বিশ্লেষক এমা মোহ্র-ম্যাকক্লুন (Mohr-McClune) দাবি করেছেন যে, অ্যাপল এখনই শুধুমাত্র ই-সিম সাপোর্ট যুক্ত আইফোনগুলি বাজারে আনবে না। তবে সংস্থাটি আসন্ন আইফোন সিরিজে একটি শুধুমাত্র ই-সিম সাপোর্ট যুক্ত মডেল আনতে পারে, যা ক্রেতারা চাইলে কিনতে পারেন, মানে এটি অপশনাল হবে। ই-সিম এবং ন্যানো-সিম উভয় প্রযুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলির সাপোর্ট সহ এই ই-সিম অনলি আইফোন ১৪ মডেলগুলি অ্যাপলের নিজস্ব স্টোরে পাওয়া যাবে।

এই প্রসঙ্গে জানাই, বিশ্বব্যাপী অনেক টেলিকম সংস্থাই এখনও ই-সিম সুবিধা অফার করে না, এবং এই বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতার অভাব দেখে, Apple সম্ভবত মনে করছে যে, শুধুমাত্র ই-সিম প্রযুক্তির সাথে আইফোন লঞ্চ করার ক্ষেত্রে উচ্চ মাত্রায় ঝুঁকি রয়েছে৷ উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১০০টি নেটওয়ার্ক ক্যারিয়ার ই-সিম প্রযুক্তি অফার করে এবং আরও বেশ কিছু টেলিকম কোম্পানি তাদের ই-সিম নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করছে।

জানিয়ে রাখি, ভারতে এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভি (Vi)- এই তিনটি সংস্থাই ই-সিম প্রযুক্তি অফার করে, কিন্তু এদেশে ডিজিট্যাল সিম সাপোর্ট করে এমন ডিভাইসের সংখ্যা হাতেগোনা। কারণ এই ই-সিম প্রযুক্তি খুব একটা সুবিধাজনক নয়, যেহেতু একবার ফোনে এম্বেড করা সিম কার্ডটি নেটওয়ার্ক ক্যারিয়ার ম্যাপ করলে আর নম্বর পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে বলা যায়, একটি ফিজিক্যাল সিম কার্ড স্লটের সাথে ই-সিম উপলব্ধ হলে বিষয়টি খুব একটা অসুবিধাজনক হবে না। তবে শুধুমাত্র একটি ই-সিম যুক্ত আইফোনের সাথে অসুবিধা বাড়বে, বিশেষ করে যারা ঘনঘন মোবাইল নম্বর পরিবর্তন করেন।