Vivo Y52 5G শক্তিশালী ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

গত মার্চে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo Y72 5G। এই ফোনটিকে এবার Vivo Y52 5G নামে ইউরোপে আনা হল। ক্যামেরা স্পেসিফিকেশন বাদে ফোন দুটি প্রায় অভিন্ন। ভিভো ওয়াই৫২ ৫জি ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ বেসড ফ্যানটাচ ওএস ১১.১ কাস্টম ওএস ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

Vivo Y52 5G এর দাম

ভিভো ওয়াই৫২ ৫জি এর দাম এখনও জানা যায়নি। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

জানিয়ে রাখি, থাইল্যান্ডে ভিভো ওয়াই৭২ ৫জি এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ থাই বাত, যা প্রায় ২৩,৪০০ টাকা। এই মূল্য রাখা হয়েছে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।

Vivo Y52 5G এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ভিভো ওয়াই৫২ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফ্যানটাচ ওএস ১১.১ কাস্টম ওএস-এ চলে। এই ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) টিয়ার ড্রপ নচ। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সাথে আছে ৪ জিবি র‌্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.1)। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Vivo Y52 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সার্পোট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ডুয়াল সিম, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি-সি, একটি সুপারলাইনার স্পীকার এবং ও ৩.৫ মিমি অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন