Samsung Galaxy Z Fold 5 vs Galaxy Z Flip 5: দুই মোড়ানো ডিসপ্লে ফোনের মধ্যে টক্কর, আপনার জন্য কে সেরা

Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন দুটির দাম ও ফিচারের মধ্যে তুলনামূলক আলোচনা দেখে নিন

ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারের শখ কার না থাকে! বর্তমানে ভাঁজযোগ্য হ্যান্ডসেট বাজারে আনার ক্ষেত্রে অন্যতম ব্র্যান্ড হল Samsung। সংস্থাটি গতকাল ‘Galaxy Unpacked 2023’ টেক ইভেন্ট চলাকালীন নতুন Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনের ঘোষণাও করেছে। আর এই দুটি ফ্ল্যাগশিপ মডেল ডুয়েল-স্ক্রিনের সাথে এলেও, একটি ‘ফোল্ড’ স্টাইলের এবং অপরটি ‘ফ্লিপ’ স্টাইলের। এছাড়া ফিচারের ক্ষেত্রেও একাধিক তারতম্য নজরে পড়বে। এমত অবস্থায়, কোনটি কেনা উচিত হবে ভেবে যদি আপনি বিভ্রান্ত থাকেন, তবে আমরা তার সমাধান দেব। এই প্রতিবেদন Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন দুটির দাম ও ফিচারের মধ্যে তুলনামূলক আলোচনা করা হবে।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১,৫৪,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। এছাড়া ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম+ ১ টিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড মডেলের দাম যথাক্রমে ১,৬৪,৯৯৯ টাকা এবং ১,৮৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটিকে – আইসি ব্লু, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম কালার অপশনে পাওয়া যাবে। যদিও ১ টিবি স্টোরেজ বিকল্পটিকে শুধুমাত্র আইসি ব্লুতে উপলব্ধ করা হয়েছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে এদেশে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম থাকছে ৯৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে পাওয়া যাবে ১,০৯,৯৯৯ টাকা মূল্যে। ডিভাইসটি – মিন্ট, গ্রাফাইট, ক্রিম এবং ল্যাভেন্ডার কালার বিকল্পে এসেছে।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : ডিসপ্লে, সেন্সর

ডুয়েল-সিমের (ন্যানো + ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে রয়েছে ৭.৬-ইঞ্চির QXGA+ (২,১৭৬ x ১,৮১২ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২.৬:১৮ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিভাইসে ৬.২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৩১৭ x ৯০৪ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X কভার ডিসপ্লেও পাওয়া যাবে, যা ৪৮ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৪১২ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। আবার এই ফোনের অনবোর্ড সেন্সরগুলির মধ্যে সামিল থাকছে – অ্যাক্সেলেরোমিটার, ব্যারোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট সেন্সর এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডুয়াল-সিমের (ন্যানো + ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৬৪০ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি বা ইনার ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২২:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। আবার হ্যান্ডসেটটি ৩.৪-ইঞ্চির সুপার AMOLED ফোল্ডার-আকৃতির কভার ডিসপ্লে সহ এসেছে, যার রেজোলিউশন ৭২০x৭৪৮ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই। ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয়ই কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। তদুপরি সেন্সর অপশন হিসাবে – অ্যাক্সেলেরোমিটার, ব্যারোমিটার, গাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর অন্তর্ভুক্ত থাকছে। এক্ষেত্রে সিকিউরিটির জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এক্ষেত্রে সংস্থা তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আলোচ্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে মোট চারটি ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি প্যাক আপডেট অফার করা হবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলে কাস্টম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। জানিয়ে রাখি, আলোচ্য চিপসেটটি মূল স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি -এর একটি ‘এক্সক্লুসিভ’ সংস্করণ, যাতে ওভারক্লকড সিপিইউ এবং জিপিইউ কোর রয়েছে। এই ডিভাইসে ৮ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : ক্যামেরা সেটআপ

Samsung Galaxy Z Fold 5 ফ্ল্যাগশিপ ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ডুয়েল পিক্সেল অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ফেজ ডিটেকশন অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও এফ/২.৪ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। একইভাবে সেলফির এবং ভিডিও চ্যাটের জন্য আলোচ্য ডিভাইসের কভার ডিসপ্লেতে এফ/২.২ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ইনার / প্রাইমারি স্ক্রিনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা লক্ষ্যণীয়৷

Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/২.২ অ্যাপারচার ও ১২৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ডুয়াল পিক্সেল অটোফোকাস সহ, এফ/১.৮ অ্যাপারচার, ৮৩-ডিগ্রি ফিল্ড–অফ-ভিউ ও ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) প্রযুক্তি সমর্থিত ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল শুটার। এদিকে ফোল্ডেবল ডিসপ্লের উপরিভাগে এফ/২.২ অ্যাপারচার এবং ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে৷

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারিকে ২৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত করে মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়া এই হ্যান্ডসেট ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং অন্যান্য ডিভাইসের জন্য ওয়্যারলেস পাওয়ার-শেয়ার প্রযুক্তির সাপোর্ট অফার করে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ হ্যান্ডসেটে ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত ডিভাইসকে চার্জ করতে সক্ষম। এছাড়া এই ফোন ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ার-শেয়ার প্রযুক্তির সমর্থন সহও এসেছে।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : কানেক্টিভিটি বিকল্প

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে কানেক্টিভিটি অপশন হিসাবে অন্তর্ভুক্ত থাকছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩।

কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোনে মিলবে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, জিপিএস / এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : রেটিং

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্মার্টফোনটি জল প্রতিরোধের জন্য IPX8 রেটিং প্রাপ্ত।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনও IPX8 রেটিং প্রাপ্ত।

Samsung Galaxy Z Fold 5 vs Samsung Galaxy Z Flip 5 : পরিমাপ

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্মার্টফোনের পরিমাপ ভাঁজ অবস্থায় ৬৭.১x১৫৪.৯x১৩.৪ মিমি ও খোলা অবস্থায় ১২৯.৯x১৫৪.৯x৬.১ মিমি এবং ওজনে এটি ২৫৩ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের পরিমাপ ভাঁজ অবস্থায় ৭১.৯x১৬৫.১x৬.৯ মিমি ও খোলা অবস্থায় ৭১.৯x৮৫.১x১৫.১ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।