Flipkart Infinix Days: এক্সচেঞ্জ অফারে মাত্র ৫৯৯ টাকায় ইনফিনিক্স ফোন, রয়েছে লোভনীয় ডিসকাউন্ট অফার

যারা বাজেট রেঞ্জে ভালো ক্যামেরা ও উন্নত পারফরম্যান্সের নতুন স্মার্টফোন খুঁজেছেন, তাদের জন্য চীনা সংস্থা ইনফিনিক্স (Infinix) নিয়ে এলো সুখবর। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর সাথে হাত মিলিয়ে তারা আনল ইনফিনিক্স ডেজ সেল (Infinix Days sale)। আজ থেকে শুরু হওয়া এই সেল চলবে আগামী ৭ মার্চ, সোমবার পর্যন্ত। ইনফিনিক্সের এই সেলে সংস্থার লেটেস্ট স্মার্টফোন, Infinix Hot 11s, Note 11s এবং Note 11-এর ওপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। আসুন তাহলে ইনফিনিক্স ডেজ সেলের সমস্ত ডিল এবং অফার সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Flipkart Infinix Days sale-এ Infinix Hot 11s, Note 11s এবং Note 11- এর ওপর বিশেষ অফার

ফ্লিপকার্ট ইনফিনিক্স ডেজ সেল শুরু হচ্ছে আজ (৩রা মার্চ) থেকে, চলবে ৭ই মার্চ পর্যন্ত। অফারের ক্ষেত্রে, ইনফিনিক্স হট ১১এস-এর দামের ওপর ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। বর্তমানে এই ফোনের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা, তবে সেলে ১,০০০ টাকা ছাড় দিয়ে ফোনটি পাওয়া যাবে মাত্র ৯,৯৯৯ টাকায়। আবার ইনফিনিক্স হট ১১এস- এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সেলে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে ফোনটি মাত্র ৫৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ইনফিনিক্স নোট ১১-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাধারণ দাম ১২,৪৯৯ টাকা। তবে ইনফিনিক্স ডেজ সেলে বর্তমান দামের ওপর ৫০০ টাকা ছাড় দিয়ে ফোনটি ১১,৯৯৯ টাকায় বিক্রি হবে। আবার হ্যান্ডসেটের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৫০০ টাকা ছাড় দিয়ে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

এদিকে ইনফিনিক্স নোট ১১এস- এর ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১০০০ টাকা ছাড় দিয়ে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলেও ১০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে, এই মডেলটি ফ্লিপকার্ট- এর সেলে কেনার জন্য ক্রেতাদের খরচ করতে হবে মাত্র ১৪,৯৯৯ টাকা।

জানিয়ে রাখি, Infinix Hot 11s ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চালিত এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ৭.৬ (XOS 7.6) রান করে। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Infinix Note 11s-এ ৬.৯৫ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ২,৪৬০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ইনফিনিক্স ফোনে মালি জি৫৭ জিপিইউ-এর সাথে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর অক্টা-কোর ব্যবহার করা হয়েছে।

সর্বোপরি, Infinix Note 11 হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লেটি ৭৫০ নিট পিক ব্রাইটনেস, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট অফার করে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত।