চমৎকার ডিজাইনের সাথে জবরদস্ত ক্যামেরা, Vivo V29 সিরিজের ডিজাইন ও ফিচার প্রকাশ্যে

Vivo ইতিমধ্যেই ইউরোপে V29 Lite লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটকে মূলত Vivo Y78 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে নিয়ে আসা হয়েছে

Vivo সম্প্রতি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট সহ Vivo Y27 4G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। আর এখন এক টিপস্টারের দৌলতে জানা যাচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই Vivo V29 Pro নামের আরেকটি ‘ব্র্যান্ড-নিউ’ স্মার্টফোন এদেশের বাজারে উন্মোচন করার পরিকল্পনা করছে। টিপস্টার আরও দাবি করেছেন যে, আলোচ্য মডেলটির পাশাপাশি Vivo V29 এবং V29 Lite স্মার্টফোনকেও বিভিন্ন দেশীয় বাজারে চালু করা হতে পারে। এই খবর সত্যি হলেও হতে পারে। কেননা হালফিলে আমরা ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS) সার্টিফিকেশন সাইটে Vivo V29 Pro স্মার্টফোনকে তালিকাভুক্ত হতে দেখেছি। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আলোচ্য মডেলটির লঞ্চ সত্বর। পাশাপাশি আজ Vivo সংস্থার তুর্কি শাখার ওয়েবসাইটে আসন্ন V29 সিরিজের জন্য একটি নতুন টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে লাইনআপের সমস্ত স্মার্টফোনগুলির ডিজাইন স্পষ্টত দৃশ্যমান।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Vivo ইতিমধ্যেই ইউরোপে V29 Lite স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটকে মূলত Vivo Y78 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে নিয়ে আসা হয়েছে, যা সিঙ্গাপুরে প্রথম আত্মপ্রকাশ করেছিল।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হল Vivo V29 স্মার্টফোনের সিরিজের ডিজাইন রেন্ডার

ভিভো দ্বারা শেয়ার করা টিজার ভিডিও অনুসারে, সিরিজের বেস মডেল অর্থাৎ ভিভো ভি২৯ -এ ভিভো এস১৭ (Vivo S17) স্মার্টফোনের অনুরূপ ডিজাইনের রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। যদিও বিদ্যমান ফোনের ন্যায় আসন্ন মডেলে LED রিং লাইট দেখা যাবে না বলেই ইঙ্গিত দিচ্ছে টিজার ভিডিওটি। এছাড়া আসন্ন ডিভাইসে LED ফ্ল্যাশ-লাইটের অবস্থানও আলাদা থাকছে।

এদিকে ভিভো ভি২৯ স্মার্টফোনকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে নিয়ে আসা হবে। যার মধ্যে উপরের কাটআউটে প্রাইমারি ক্যামেরা বিদ্যমান থাকবে এবং নিচেরটিতে সহায়ক ক্যামেরাগুলি অবস্থান করবে।

Vivo V29 স্মার্টফোন সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার প্রদত্ত তথ্য অনুযায়ী, আসন্ন Vivo V29 স্মার্টফোনে ফুল এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর থাকতে পারে। আবার স্টোরেজ হিসাবে পাওয়া যাবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি রম।

ভিভো তাদের এই আপকামিং ডিভাইসটিকে OIS-প্রযুক্তি সমর্থিত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে নিয়ে আসতে পারে। আর সহায়ক ক্যামেরা হিসাবে এতে – ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। আবার ডিসপ্লের উপরি অংশে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে অটোফোকাস সমর্থিত ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৪,৫০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

অন্যদিকে Vivo V29 Pro স্মার্টফোনের ডিজাইন এই সিরিজের বেস মডেলের অনুরূপ হবে বলে নিশ্চিত করেছে সদ্য প্রকাশিত টিজার ভিডিও। তবে প্রাথমিক পার্থক্য হিসাবে, উচ্চতর মডেল LED রিং লাইট যোগ করা হবে। জানিয়ে রাখি, আলোচ্য হ্যান্ডসেটকে সম্প্রতি V2251 মডেল নম্বরের সাথে BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে। আবার বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ দ্বারাও ডিভাইসটি অনুমোদন লাভ করেছে। যার লিস্টিং নিশ্চিত করেছে যে, Vivo V29 Pro স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়া জানা যাচ্ছে, সিরিজের এই টপ-এন্ড মডেলকে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩.১ (Funtouch OS 13.1) কাস্টম স্কিনে রান করবে। এতে হয়তো কার্ভড ডিজাইনের AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যার সাইজ ৬.৭-ইঞ্চি হতে পারে। তদুপরি, ছবি তোলার জন্য এই ফোনে – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এটিও বেস মডেলের মতো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V29 Pro স্মার্টফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে।