Xiaomi MIX Fold 2: শাওমির দ্বিতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে আগামী জুনে, IMEI ডেটাবেস বাড়াল জল্পনা

শাওমি গত মার্চে তাদের প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold লঞ্চ করেছিল। তারপর সেপ্টেম্বর মাসে Zizhan কোডনামের শাওমির একটি আপকামিং স্মার্টফোন MIUI কোডে স্পট করা হয়েছিল। প্রায় মাস তিনেক কেটে যাওয়ার পর, ডিভাইসটি এখন IMEI ডেটাবেসে হাজির হয়েছে৷ IMEI এর লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। যদিও এটি সংস্থার দ্বিতীয় ফোল্ডেবল ফোন হতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, Zizhan কোডনামের ফোনটি IMEI ডেটাবেসে যোগ করা হয়েছে। এর মডেল নম্বর 22061218C। সাধারণত শাওমির ফোনের মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা লঞ্চের বছর ও মাসকে চিহ্নিত করে। এর ফলে Xiaomi Zizhan আগামী জুনে লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি কেবলমাত্র চীনের বাজারে ছাড়া হতে পারে। কারণ এর রিজিওনাল ভ্যারিয়েন্টগুলির এখনও খোঁজ পাওয়া যায়নি।

xiaomiui-এর মতে, হ্যান্ডসেটটি একটি ফোল্ডেবল ফোন হতে পারে। Xiaomi MIX Fold 2 নামে আসতে পারে বাজারে। এছাড়া Xiaomi MIX Fold 2 কেমন স্পেসিফিকেশন বা ফিচার পাবে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, শাওমির প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold কেবলমাত্র চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বিক্রিবাটার পরিসংখ্যান সামনে না আনলেও, শাওমি জানিয়েছিল, তারা ফোনের সফটওয়্যার উন্নত করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। এমনকি সম্প্রতি এই ফোনে MIUI সিস্টেমের যে আপডেট এসেছিল, তার চেঞ্জলগে প্রচুর ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছিল।