8 GB র‍্যামওয়ালা Samsung স্মার্টফোন মিলছে 7000 টাকার কমে, সংস্থার ভুল নাকি অন্য কিছু?

এই সপ্তাহে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে ফোন কেনার ক্ষেত্রে ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে। মূলত হোলি উপলক্ষেই বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ড, প্রতিষ্ঠানগুলি। সেক্ষেত্রে আপনি যদি এই অবস্থায় দাঁড়িয়ে খুব কম দামে একটি ভালো মানের (পড়ুন কোম্পানির) স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্যে আজ রয়েছে দারুণ খবর। আসলে বর্তমানে Amazon India-য় Samsung Galaxy M04 হ্যান্ডসেটের 8GB ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন 7,000 টাকার চাইতেও অনেক কমে কেনার সুযোগ মিলছে – এই দাম MRP থেকে তো বটেই, এমনকি 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের চেয়েও কম। কীভাবে সম্ভব এটা? আসুন তবে Samsung Galaxy M04-তে উপলব্ধ অফার এবং এর মূল ফিচারসমূহ এক নজরে দেখে নিই।

Samsung Galaxy M04-র 128GB ভ্যারিয়েন্টে অবিশ্বাস্য অফার দিচ্ছে Amazon!

স্যামসাং গ্যালাক্সি এম04 স্মার্টফোনের 4 জিবি (অতিরিক্ত 4 জিবি ভার্চুয়াল র‍্যাম) ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 13,499 টাকা, তবে অ্যামাজনের অফারে এখন এটির সী-গ্লাস গ্রিন (Sea Glass Green) কালার মডেলটি মাত্র 6,999 টাকায় পাওয়া যাচ্ছে – যেখানে অদ্ভুতভাবে এর 64 জিবি ভ্যারিয়েন্টের দাম এখনও 7,699 টাকা, আর তার কারণও স্পষ্ট নয়।

এক্ষেত্রে ফোনটিতে তেমন কোনো ব্যাঙ্ক অফার নেই, তবে এটি অর্ডার করার সময় পুরোনো ফোন বদলে নিলে 6,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে (শর্তাবলি প্রযোজ্য)। মানে কোনোভাবে সব অফার পেলে এই স্যামসাং ফোন 1,000 টাকারও কমে হাতের মুঠোয় পেয়ে যাবেন।

Samsung Galaxy M04-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম04 স্মার্টফোনে 6.5-ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন 720×1600 পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি35 প্রসেসর, যার সাথে মোট 8 জিবি র‍্যাম (4 জিবি ইনস্টলেড্+4 জিবি ভার্চুয়াল) এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। সাথে থাকবে মাইক্রো এসডি কার্ড সাপোর্টও। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আর ফটোগ্রাফির জন্য এটি অফার করবে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

উল্লেখ্য, ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ – সী গ্লাস (লাইট) গ্রিন এবং স্যাডো (ডার্ক) ব্লু।