মোবাইল ফটোগ্রাফি নতুন ভাবে সংজ্ঞায়িত হবে iPhone 15 Pro Max-র স্পর্শে! ক্যামেরায় চমক

অ্যাপল (Apple) চলতি বছরের সেপ্টেম্বরে মাস নাগাদ নতুন iPhone 15 সিরিজ বিশ্ববাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ বাজারে আসার অনেক আগে থেকেই বিভিন্ন সূত্র মারফৎ এই ফ্ল্যাগশিপ ফোনগুলির সম্পর্কে বহু তথ্য ফাঁস হয়েছে, যা আইফোন প্রেমীদের উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডিজাইনের বিশেষ পরিবর্তন এবং একাধিক বিভাগে আপগ্রেডের সাথে পরবর্তী প্রজন্মের আইফোন মডেলগুলি কয়েকমাসের মধ্যেই বাজার কাঁপাতে হাজির হবে। আর এখন, একটি নতুন রিপোর্টে iPhone 15 সিরিজের ডিজাইন সম্পর্কত তথ্য প্রকাশ করা হয়েছে।

Apple iPhone 15 Pro Max-এর ক্যামেরার ডিজাইনে দেখা যাবে বিশেষ পরিবর্তন

অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৫ সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর রিয়ার ডিজাইনে সামান্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এক টিপস্টারের দাবি, অ্যাপল পরবর্তী প্রজন্মের আইফোন মডেলের রিয়ার ক্যামেরা মডিউলটি রিফ্রেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ক্যামেরা সেন্সরগুলির জন্য একটি নতুন লেআউট দেখা যাবে, যার মধ্যে একটি নতুন পেরিস্কোপ ক্যামেরা লেন্স থাকবে।

অনুমান করা যায়, এই নতুন পেরিস্কোপ সেন্সরটি আসন্ন আইফোন মডেলগুলিতে বিশেষ ম্যাগনিফিকেশন ক্ষমতা যোগ করবে। যদিও, এগুলি আপাতত আইফোন ১৫ লাইনআপের উচ্চতর প্রো মডেলগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আন্দাজ করা যায়। এছাড়াও, এই নতুন সেন্সরগুলি ৫x বা ৬x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে। নতুন সেন্সরকে স্থান করে দেওয়ার জন্য রিয়ার ক্যামেরা মডিউল লেআউটে পরিবর্তনগুলি করা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, সাশ্রয়ী মূল্যের স্ট্যান্ডার্ড আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনগুলি বর্তমান প্রজন্মের আইফোন ১৪ প্রো মডেলের অনুরূপ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, iPhone 15 Pro Max-এর রিয়ার ক্যামেরা মডিউলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সকে প্রতিস্থাপন করে টেলিফটো ক্যামেরাটি নিজের স্থান করে নেবে। নতুন লেআউটে ফ্ল্যাশ এবং লিডার (LiDAR) সেন্সরের মাঝে পেরিস্কোপ লেন্সটিকে দেখা যাবে। নতুন হার্ডওয়্যারের কারণে লেআউটে পরিবর্তন করা হচ্ছে, যেটিকে মডিউলে রাখার প্রয়োজন রয়েছে।