ধারে কাছে কেউ নেই, 2023 সালের সেরা ক্যামেরা ফোন Apple iPhone 15 Pro

ইউটিউরার মার্কস ব্রাউনলি (MKBHD নামেও পরিচিত), হালফিলে Apple iPhone 15 Pro -এর মাথায় চলতি বছরের সেরা ক্যামেরা ফোনের মুকুট পড়িয়েছেন

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই ক্যালেন্ডারের পাতায় আগমন ঘটবে ২০২৪ সালের। তবে নতুন বছরে পর্দাপনের আগে, ২০২৩ সালে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবথেকে সেরা ক্যামেরা পারফরম্যান্স প্রদানকারী ডিভাইসকে চয়ন করা হল। জনপ্রিয় ইউটিউরার মার্কস ব্রাউনলি (MKBHD নামেও পরিচিত), হালফিলে Apple iPhone 15 Pro -এর মাথায় চলতি বছরের সেরা ক্যামেরা ফোনের মুকুট পড়িয়েছেন।

জানিয়ে রাখি, উল্লেখিত আইফোন মডেলটি সংস্থার সর্বশেষ পারফরম্যান্স-কেন্দ্রিক চিপসেট অফারের পাশাপাশি শক্তিশালী ক্যামেরা সেটআপের সাথেও এসেছে। এতে থাকা কম্পিউটেশনাল ফটোগ্রাফি ফিচারগুলির সাহায্যে সিনেমা পর্যন্ত শুট করা সম্ভব। তাহলেই ভাবুন iPhone 15 Pro মডেলের ক্যামেরা কতটা উন্নত!

২০২৩ সালের সেরা ক্যামেরা ফোনের তকমা পেল Apple iPhone 15 Pro

লঞ্চ-পরবর্তী সময় থেকেই অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলটি বিশেষ নজর কেড়েছিল টেকপ্রেমীদের। এর অন্যতম কারণ হল, ডিভাইসটির আপগ্রেডেড ক্যামেরা সেটআপ। কিন্তু শুধুমাত্র অ্যাপল ভক্তদের কথা শুনে এই দাবি মেনে নিতে রাজি ছিলেন না ইউটিউবার মার্কস। যেকারণে তিনি উল্লেখিত আইফোনের ক্যামেরা পারফরম্যান্স স্বয়ং মূল্যায়ন করে দেখার জন্য একটি পরীক্ষা চালান। আবার তুলনা করার খাতিরে, চলতি বছরে আত্মপ্রকাশ করা বেশকয়েকটি প্রিমিয়াম ফোনকেও এই পরীক্ষার অধীনে নিয়ে আসেন। পরীক্ষা শেষে মার্কস ফলাফল ঘোষণা করেন। যেখানে, যেকোনো সম্ভাব্য পরিস্থিতিতে দুর্দান্ত ছবি / ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোনটি অন্যান্য স্মার্টফোনকে পেছনে ফেলে দিয়েছে বলে সাফ জানানো হয়েছে।

আপনারা হয়তো ভাবছেন, একজন ইউটিউবারের কথাতে আইফোন ১৫ প্রো মডেলটিকে ‘সেরা ক্যামেরা ফোন’ এর তকমা দেওয়া কতটা যথাযথ হবে! এক্ষেত্রে জানিয়ে রাখি মার্কসের এই র‍্যাঙ্কিংয়ের সাথে, ক্যামেরা রেটিং ওয়েবসাইট DxOMark পরিচালিত পরীক্ষার ফলাফলও অনেকটাই মিলে গেছে। উক্ত সাইটের ক্যামেরা পারফরম্যান্স টেস্টে অ্যাপল ডিভাইসটি ১৫৪ স্কোর অর্জন করেছে। অতএব মার্কসের ঘোষণাকে তার ব্যক্তিগত পছন্দের প্রতিফলন বলা উচিত হবে না!

ইউটিউবার তার রিপোর্টে উল্লেখ করেছেন যে, একটি স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্স ও কোয়ালিটি বিচার করা মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। কেননা, এমন অনেকেই আছেন যারা ন্যাচারাল এফেক্টের পরিবর্তে বেশি স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট ফটো পছন্দ করেন। তারা এই সিদ্ধান্তের সাথে একমত নাও হতে পারেন।

জানিয়ে রাখি, পূর্বসূরির চেয়ে Apple iPhone 15 Pro মডেলের কম্পিউটেশনাল অ্যালগরিদম আরো উন্নত করা হয়েছে। যেকারণে ডিভাইসটি বিভিন্ন পরিস্থিতিতে দুর্দান্ত শট নিতে সক্ষম। এমনকি টেক জায়ান্টটি একাধিক ‘প্রো’ ফিচারও অন্তর্ভুক্ত করেছে তাদের এই লেটেস্ট আইফোনে। এই ফিচারগুলি প্রফেশনাল সিনেমা শুটিংয়ে ব্যাপকভাবে সাহায্য করবে বলে দাবি করা হচ্ছে।

Apple iPhone 15 Pro মডেলের ক্যামেরা কনফিগারেশন

অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে আপগ্রেডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম বিদ্যমান রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৮ অ্যাপারচার ও দ্বিতীয়-প্রজন্মের সেন্সর-শিফ্ট অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০৩ প্রাইমারি শুটার (সাইজ : ২৪মিমি), এফ/২.৮ অ্যাপারচার ও ৩এক্স জুম যুক্ত ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং এফ/২.২ অ্যাপারচার ও ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স (সাইজ : ১৩মিমি)। যার মধ্যে মুখ্য সেন্সরটি আবার কম আলোয় দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।