বছর শেষে আরও একটি ফিচার আনল WhatsApp, নিজে থেকেই অ্যালবাম হয়ে যাবে ফটো

বছরের একেবারে শেষ প্রান্তে এসে Channel ইউজারদের জন্য WhatsApp আরও একটি নতুন অপশন হাজির করেছে। জেনে নিন এর কার্যকারিতা।

এই বছরে WhatsApp বহু আকর্ষণীয় ফিচার লঞ্চ করে ইউজার মহলে হইচই ফেলেছে। মাল্টি-অ্যাকাউন্ট লগইন থেকে শুরু করে HD কোয়ালিটিতে ফটো-ভিডিও শেয়ার, প্রিমিয়াম UI, ইমোজি কীবোর্ড লে-আউটে বদল ইত্যাদি একাধিক নতুন অপশনই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটির জনপ্রিয়তায় নতুন পালক যোগ করেছে। এমনকি কয়েক সপ্তাহ আগে ওয়ান-ওয়ে কমিউনিকেশনের জন্য ‘Channel’ নামক একটি নতুন ফিচারও এনেছে WhatsApp, যার মাধ্যমে অ্যাপটির ব্যবহারকারীরা সেলিব্রিটি, জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বড় সংস্থাগুলির সাথে সংযোগ করার সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে বছরের একেবারে শেষ প্রান্তে এসে এই Channel ফিচারের ইউজারদের জন্য Meta মালিকানাধীন সংস্থাটি আরও একটি নতুন অপশন হাজির করেছে। এখন বিভিন্ন চ্যানেলগুলিতে একটি নতুন ‘অটোমেটিক অ্যালবাম’ (Automatic Album) features দেখা যাচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে ওই একমুখী চ্যাটে পাঠানো ফটো এবং মিডিয়া ফাইলগুলিকে অ্যালবামে রূপান্তর করবে৷

WhatsApp Channel ফিচারে মিলবে আরও মজা

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপের অ্যান্ড্রয়েড বিটায় (ভার্সন ২.২৩.২৬.১৬) চ্যানেল অটো অ্যালবাম ফিচারটি দেখা গেছে। মানে আপাতত এটি নির্বাচিত ইউজারদের মধ্যে পরীক্ষামূলকভাবে উপলব্ধ হয়েছে, পরে স্টেবল ভার্সনে এই অপশন আনা হবে। আর একবার ফিচারটি আঙুলের ডগায় এলে, এটি নিজে থেকেই কাজ করা শুরু করবে এবং অ্যাডমিনিস্ট্রেটর হোয়াটসঅ্যাপ চ্যানেলে একাধিক ছবি-ভিডিও পাঠালে তা গ্রুপ বা অ্যালবামে সংগঠিত হয়ে যাবে।

ফলত নতুন ফিচারের সাহায্যে ফাইলগুলি অ্যাক্সেস করা বা দেখা সহজ হবে, বাঁচবে সময়ও। শুধু তাই নয়, চ্যানেল ফলোয়াররা অ্যালবামে ইমোজির সাহায্যে রিয়্যাকশন জানানোর বিকল্পও পাবেন।

ইতিমধ্যে এসেছে মেসেজ পিনের ফিচারও

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ চটজলদি খুঁজে পাওয়ার জন্য সেটি স্টার মার্ক করে রাখা যেত। পরে সেই মেসেজগুলি অ্যাক্সেসের জন্য ‘স্টারড্’ (Starred) সেকশনটি আলাদাভাবে কাজে লাগাতে হত। কিন্তু সম্প্রতি প্ল্যাটফর্মটি দীর্ঘ প্রতীক্ষিত ‘মেসেজ পিন’ (message pin) ফিচার এনেছে, যার সাহায্যে কোনো মেসেজ ইচ্ছেমতো চ্যাটের শীর্ষে নির্দিষ্ট সময়ের জন্য পিন করা যেতে পারে, আর তা যেকোনো সময় সহজে দেখা যাবে।