ঘড়ি দিয়ে হবে ফোন কল, Dizo Watch D Pro ও Watch D Ultra স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

ভারতে পা রাখলো Realme Tech Life ব্র্যান্ড, Dizo-র দুটি নতুন স্মার্টওয়াচ। এগুলি হল Watch D Pro এবং Watch D Ultra। এই দুটি স্মার্টওয়াচ গত বছর লঞ্চ হওয়া Watch D স্মার্টওয়াচের উত্তরসূরী। এর মধ্যে Watch D Pro স্মার্টওয়াচে থাকছে জিপিএস সাপোর্ট এবং ৭ দিনের ব্যাটারি লাইফ। পাশাপাশি Watch D Ultra স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Dizo Watch D Pro এবং Watch D Ultra স্মার্টওয়াচ দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Dizo Watch D Pro ও Watch D Ultra স্মার্টওয়াচ দুটির দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ডিজো ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচটির মূল্য রাখা হয়েছে ২,৬৯৯ টাকা। পাশাপাশি ওয়াচ ডি আল্ট্রা স্মার্টওয়াচটি পাওয়া যাবে ৩,২৯৯ টাকায়। আগামী ১২ জানুয়ারি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আল্ট্রা ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে। আর প্রো মডেলটির বিক্রি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।

Dizo Watch D Pro এবং Watch D Ultra স্মার্টওয়াচ দুটির স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচটি ১.৮৫ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যা ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। তাছাড়া ডিজো অ্যাপ সমর্থনকারী ওয়্যারেবলটি থেকে জিপিএস রানিং, রুট ট্র্যাকিং এবং ওয়ার্কআউট রিপোর্ট শেয়ার করা যাবে। শুধু তাই নয়, নতুন মডেলের স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং এবং নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট সহ এসেছে। এর জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।

এছাড়া টাইটেনিয়াম ফ্রেম এবং সিলিকন স্ট্র্যাপের নতুন Watch D Pro স্মার্টওয়াচের অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ১৫০টি ওয়াচফেস, ৭ দিনের ব্যাটারি লাইফ, ওয়াশেবল আর্কিটেকচার ইত্যাদি।

অন্যদিকে, ডিজো ওয়াচ ডি আল্ট্রা স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ১.৭৮ ইঞ্চি ডিসপ্লে, যা ৪৪৮ পিক্সেল রেজোলিউশন এবং ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া এই ঘড়িতেও থাকছে নয়েজ ক্যান্সলেশন সহ ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন উপলব্ধ। উপরন্তু, হেলথ ফিচার হিসাবে স্মার্টওয়াচটিতে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার উপলব্ধ।