KTM এর দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার বাইক পা রাখল দেশে, সত্যিই লঞ্চ হবে নাকি অন্য কোনও কারণ? জানুন

গত মাসেই কেটিএম (KTM) আন্তর্জাতিক বাজারে 2023 890 Adventure R এর উপর থেকে পর্দা সরিয়েছিল। মাঝারি ওজনের এই অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেলের পারফরম্যান্স থেকে ফিচার্স সবেতেই রয়েছে প্রচুর আপডেট। ভারতে মডেলটি লঞ্চের সম্ভাবনা ছিল না বলেই চলে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নতুন প্রজন্মের KTM 890 Adventure R পা রেখেছে ভারতে। চাকানে বাজাজের কারখানার নিকটস্থ একটি পেট্রল পাম্পে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বাইকটির ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে একটাই প্রশ্ন উঠে আসছে, তবে কি ভারতের বাজারেও লঞ্চ হবে 2023 KTM 890 Adventure R? এর উত্তর পেতে হলে এই প্রতিবেদনে আলোচিত সম্ভাব্য চারটি কারণ বিশদে জানতে হবে।

ইন্ডিয়া বাইক উইক

সামনেই ‘ইন্ডিয়া বাইক ইভেন্ট’ আসছে। যেখানে বিভিন্ন সংস্থা তাদের বিভিন্ন মোটরসাইকেল প্রদর্শন করবে। কেটিএম-ও সেদিকেই পা বাড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে। কয়েক বছর আগে কেটিএম এই ইভেন্টেই তাদের 790 Adventure উন্মোচিত করেছিল। সে কারণে KTM 890 Adventure R ভারতে নিয়ে আসার একটি কারণ হতে পারে।

ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি

আবার এটাও হতে পারে যে কোনও ক্রেতা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য মোটরসাইকেলটি এদেশে আমদানি করিয়েছেন। এদেশে KTM 1190, 1090 ও 1290 মডেলের ফুরি ফুরি মোটরসাইকেল দেখা যায়। যেগুলি সবই বিদেশ থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। ভারতে মেলে না। ডিলারশিপের অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে বাজাজের কারখানায় সেটি সম্পূর্ণ অ্যাসেম্বেল করে চূড়ান্ত পরীক্ষা করে দেখা হবে। KTM 890 Adventure R-এর দর্শন পাওয়ার এটিও একটি কারণ হতে পারে।

গবেষণা এবং উন্নয়ন

ভারতে KTM 890 Adventure R-এর পদাপর্ণের অপর একটি কারণ হিসাবে উঠে আসছে গবেষণা ও উন্নয়নের প্রসঙ্গ। হয়তো পরীক্ষা করে দেখার জন্য বাইকটির একটি ইউনিট এদেশে এনেছে বাজাজ। যাতে তাদের আসন্ন মোটরসাইকেলগুলির প্রযুক্তিগত বিকাশ ঘটানো যায়। যা বাজাজ এর নিজস্ব অ্যাডভেঞ্চার বাইক তৈরির জল্পনাকেও উস্কে দিয়েছে।

KTM 890 Adventure R ভারতে লঞ্চ

২০১৯-এর ইন্ডিয়া বাইক উইকে কেটিএম একাধিক মোটরসাইকেলের প্রদর্শন করেছিল। কিন্তু একটিও ভারতের বাজারে লঞ্চ হয়নি। তাই KTM যদি তাদের 890 Adventure R এদেশে লঞ্চের পরিকল্পনা করেও থাকে তবে ২০২৩-এর আগে তা হবে না বলেই মনে করা হচ্ছে। এদেশের লঞ্চ হলে বাইকটির সাথে প্রতিযোগিতায় শামিল হবে Triumph Tiger 900, BMW F850 GS, এবং Ducati Multistrada V2। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণাই আসেনি।