পাবেন ৪০০০ টাকা পর্যন্ত ছাড়, বিক্রি শুরু Samsung Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite ট্যাবলেটের

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite। আজ থেকে এই ট্যাবলেট দুটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Amazon, Flipkart ছাড়াও, কোম্পানির নিজস্ব ই-স্টোর, Samsung.com/in থেকে ট্যাবলেট দুটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক কার্ড অফার এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধা নিতে পারবেন। জানিয়ে রাখি স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৭ এফই প্রিমিয়াম রেঞ্জ ভারতে এলেও, বাজেট কেন্দ্রিক ট্যাবলেট হিসেবে লঞ্চ হয়েছে গ্যালাক্সি ট্যাব এ ৭ লাইট। আসুন এই দুটি ট্যাবলেটের দাম, অফার এবং ফিচার জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite ট্যাবলেটের দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৭ এফই মডেলটির, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, ৪৬,৯৯৯ টাকা আর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, ৫০,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৭ লাইট মডেলটির ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি মডেলটির LTE ভার্সনের দাম। আবার মডেলটির ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১১,৯৯৯ টাকায়।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৭ এফই মডেলটিকে, মিস্টিক ব্ল্যাক, মিস্টিক সিলভার, মিস্টিক গ্রীন এবং মিস্টিক পিঙ্ক কালারে পাওয়া যাবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৭ লাইট মডেলটিকে, শুধুমাত্র গ্রে এবং সিলভার – এই দুটি কালার অপশনের সাথে উপলব্ধ করা হয়েছে।

এবার আসা যাক অফারের প্রসঙ্গে। Samsung Galaxy Tab S7 FE ট্যাবলেটটিকে কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যদি HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে, তাদের ফ্ল্যাট ৪,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া, কী-বোর্ড কভারের সাথে ১,০০০ টাকার ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আর যারা Galaxy Tab A7 Lite ট্যাবলেটটিকে কিনতে ইচ্ছুক তারা নো-কস্ট ইএমআই এর ফায়দা নিতে পারবেন। এর জন্য আপনাদের প্রতি মাসে ২,৪৯৯ টাকার ইএমআই শোধ করতে হবে।

Samsung Galaxy Tab S7 FE ট্যাবলেটের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৭ এফই মডেলে, ২,৫৬০×১,৬০০ রেজুলেশন যুক্ত একটি ১২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বললে এটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। আবার উন্নত পারফরম্যান্সের জন্য এটিতে, অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এরই সাথে ট্যাবটিতে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মডেলটিতে, ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy Tab A7 Lite ট্যাবলেটের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৭ লাইট মডেলটিতে, ১,৩৪০×৮০০ পিক্সেল রেজুলেশন যুক্ত একটি ৮.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের কথা বললে এটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। অপারেটিং সিস্টেম হিসেবে ট্যাবটিতে আছে অ্যান্ড্রয়েড ১১। এছাড়া, মডেলটিতে, ৮ মেগাপিক্সেলের এএফ (AF) রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারিও থাকছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন