ইউজারদের সুবিধার কথা ভেবে বড় সিদ্ধান্ত রেডমির, কমবে ফোন চার্জ দেওয়ার সময়

রেডমি (Redmi) তাদের Note 13 সিরিজের অধীনে একটি নতুন মডেল বাজারে আনতে চলেছে। সেটি Redmi Note 12 Turbo-এর উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে, যা গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল। আর এখন Redmi Note 13 Turbo চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ফোনটির চার্জিং স্পিড সম্পর্কে প্রকাশ করেছে। রেডমির নয়া ডিভাইসটির সম্পর্কে এখন পর্যন্ত কী কী তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi Note 13 Turbo দেখা গেল 3C ডেটাবেসে

24069RA21C মডেল নম্বর সহ একটি রেডমি ফোন চীনা কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা রেডমি নোট 13 টার্বো হবে বলে মনে করা হচ্ছে। থ্রিসি সার্টিফিকেশন ফোনটির চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে। এটি 5-20VDC 6.1-4.5A (সর্বোচ্চ 90 ওয়াট) পর্যন্ত পাওয়ার ইনপুট সাপোর্ট করে বলে উল্লেখ করা হয়েছে।

আগের রিপোর্ট অনুসারে, রেডমি নোট 13 টার্বোতে 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে এবং 1.5K ওলেড (OLED) ডিসপ্লে সহ আসতে পারে। রেডমি নোট 13 টার্বো / পোকো এফ6-এ সম্প্রতি চীনে লঞ্চ হওয়া শাওমি সিভি 4 প্রো-এর পরে নতুন স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট ব্যবহৃত হতে পারে। শোনা যাচ্ছে যে এটি চীন এবং ভারতের বাজারে এক্সক্লুসিভ থাকবে।

এই ফোনের গ্লোবাল মডেলের কথা বললে, Poco F6 আগামী মাসে, অর্থাৎ এপ্রিলেই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। রেডমির প্রোডাক্ট ডিরেক্টর এবং ম্যানেজার ওয়াং টেং থমাস আগেই বলেছেন যে, Qualcomm Snapdragon 8s Gen 3 চিপ ব্যবহার করার জন্য তাদের বিনিয়োগ গত বছরের Snapdragon 7 সিরিজের চিপের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। সুতরাং দামও বৃদ্ধি পেতে পারে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Redmi Note 12 Turbo ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছিল। ফলে এর উত্তরসূরির 90 ওয়াট চার্জিং স্পিড বড় আপগ্রেড হতে চলেছে। Note 12 Turbo 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। এই ফোনটি Snapdragon 7+ Gen 2 চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। চীনা বাজারে ফোনটির বেস 8 জিবি + 256 জিবি মডেলটির দাম ছিল 1,999 ইউয়ান (প্রায় 23,100 টাকা) এবং উচ্চতর 16 জিবি + 1 টিবি সংস্করণটি 2,799 ইউয়ান (প্রায় 32,315 টাকা) দামে লঞ্চ হয়।