Flying Taxi: আকাশে উড়বে ট্যাক্সি, মাত্র ১৫ মিনিটে পৌঁছনো যাবে ৪৫ মিনিটের পথ

চলতি সপ্তাহেই জাপানিজ সংস্থা আলি টেকনোলজিস ফ্লাইং বাইক (Flying Bike) আনতে চলেছে বলে জানিয়েছিল। ফুজি শহরে উড়ন্ত বাহনটির প্রদর্শনী দেখানো হয়। ইতিমধ্যেই তারা বুকিং নেওয়াও শুরু করে দিয়েছে। ফ্লাইং বাইকের পর এবার বাজারে আসতে চলেছে ফ্লাইং ট্যাক্সি (Flying Taxi)। সব ঠিকঠাক চললে আগামী ২০২৪ সালে ইতালির রাজধানী রোমে (Rome) আত্মপ্রকাশ ঘটবে উড়ন্ত বাহনটির। জার্মান স্টার্টআপ সংস্থা ভলোকপ্টার (Volocopter) জোর কদমে এই ফ্লাইং ট্যাক্সি-র প্রস্তুতির কাজ চালাচ্ছে। রোমের ফিউমিসিনো (Fiumicino) বিমানবন্দরে রটর-ব্লেড ও ব্যাটারিচালিত দুই-সিটারের এই এয়ার ট্যাক্সিটির আত্মপ্রকাশ ঘটাতে পারবে বলে আশাবাদী ভলোকপ্টার।

এ প্রসঙ্গে রোমের বিমানবন্দরের সিইও মার্কো ট্রনকোন (Marco Troncone) বলেছেন, “ ফ্লাইং ট্যাক্সিটি খাড়া ভাবেই আকাশে ওঠে বা অবতরণ করে। ৪৫ মিনিটের পথ এটি মাত্র ১৫ মিনিটে পৌঁছে দেবে। ভলোকপ্টার কেবল এর প্রোটোটাইপ দেখিয়েছে।”

সম্পূর্ণ বৈদ্যুতিক নির্ভর এই যানটির প্রসঙ্গে তিনি এও বলেন, “এতে নিঃশব্দে ভ্রমণ করা যাবে। সাথে পরিবেশ দূষণের মাত্রাও থাকবে শূন্যতে।” গত ২০১১ সালে ভলোকপ্টার স্থাপিত হয়েছিল। স্থাপনের কয়েক বছরের মধ্যেই নিজেদের উদ্ভাবনী দিয়ে তাক লাগালো গোটা বিশ্বকে।

সংস্থার চিফ কমার্শিয়াল অফিসার ক্রিশ্চিয়ান বাউয়ার (Christian Bauer) জানিয়েছেন, “ইতিমধ্যেই এয়ার লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আশা করা হচ্ছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) থেকে তিন বছরের মধ্যেই এই লাইসেন্স পাওয়া যাবে।”

প্রাথমিক পর্যায়ে উড়ন্ত ট্যাক্সিটিতে সওয়ার হতে খরচ হতে পারে ১৭৫ ডলার (প্রায় ১৩,১০০ টাকা) বা ১৫০ ইউরো (প্রায় ১৩,০০০ টাকা)। তবে এই খরচ আগামী দিনে আরও কমবে বলে জানিয়েছে ভলোকপ্টার। প্রসঙ্গত, ভারতে এই ধরনের Flying Car চালু হবে বলে গত মাসে জানা গিয়েছিল।