Samsung Galaxy F55 5G ও Galaxy M55 5G ভারতে এন্ট্রি নিচ্ছে, পেল BIS থেকে অনুমোদন

Samsung Galaxy F55 ও Galaxy M55 ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) থেকে ছাড়পত্র পেল

Samsung শীঘ্রই Galaxy M ও Galaxy F সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ফোন হল Samsung Galaxy F55 ও Galaxy M55। এদের মডেল নম্বর যথাক্রমে SM-E556B/DS এবং SM-M556E/DS। সম্প্রতি এই দুই ডিভাইসকে ওয়াইফাই অ্যালায়িন্স ডেটাবেসে দেখা যায়। এখন এবার Samsung Galaxy F55 ও Galaxy M55 ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) থেকে ছাড়পত্র পেল।

এই সার্টিফিকেশন সাইটে ফোন দুটি একই মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়। যদিও এখান থেকে Samsung Galaxy F55 ও Galaxy M55 সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এটা এক প্রকার নিশ্চিত যে, ফোনগুলি শীঘ্রই ভারতে লঞ্চ ফতে চলেছে।

জানিয়ে রাখি, Samsung Galaxy F55 মডেলটি Galaxy F54 5G এর উত্তরসূরী হিসেবে আসবে। আর Galaxy M54 এর আপগ্রেড ভার্সন হবে Galaxy M55। এক্ষেত্রে জল্পনা রয়েছে যে, Galaxy F55 ও Galaxy M55 5G ফোনে একই স্পেসিফিকেশন থাকবে।

গিকবেঞ্চ থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। যার সাথে থাকবে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম সহ আসবে।