চমকের শেষ নেই, Realme GT 6 5G আসছে 144Hz ওলেড ডিসপ্লে ও 150W ফাস্ট চার্জিংয়ের সাথে

Realme GT 6 5G প্রিমিয়াম সেগেমেন্টে আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হবে

Realme GT সিরিজের নতুন ফোন নিয়ে চর্চা তুঙ্গে। আজই সকালে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেন যে, ব্র্যান্ডটি শীঘ্রই চীনে Realme GT 5 লঞ্চ করতে চলেছে। তবে একটু সময় যেতেই এক ভারতীয় টিপস্টার বলেছেন যে, এই ফোনের রাখা হবে Realme GT 6। পাশাপাশি এই সিরিজের আরও একটি ডিভাইস Realme GT 6 Pro 5G-ও শীঘ্রই বাজারে পা রাখবে বলে টিপস্টার জানিয়েছেন। পাশাপাশি তিনি বেস মডেলের স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

Realme GT 6 5G আসবে এই স্পেসিফিকেশনের সাথে

টিপস্টার যোগেশ ব্র্যার একটি টুইটে বলেছেন, প্রিমিয়াম সেগেমেন্টে আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হবে রিয়েলমি জিটি ৬ ৫জি। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও অজানা। যদিও টিপস্টার বলেছেন, এই ফোনে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে। আর এই ডিসপ্লে ১.৫ কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৬ ৫জি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম দেওয়া হবে। আর এটি ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে ফটোগ্রাফির জন্য Realme GT 6 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ সেন্সর হবে। বাকি ক্যামেরাগুলি হবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর আইআর ব্লাস্টার সহ আসা ডিভাইসকটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে।