Redmi Note 11 Pro নাকি‌ Realme 9 5G SE, সদ্য লঞ্চ হওয়া দুটি ফোনের মধ্যে কে সেরা

গতপরশু অর্থাৎ ৯ই মার্চ একটি ভার্চুয়াল ইভেন্টে Redmi Note 11 Pro ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। আর ঠিক তার পরের দিনই অর্থাৎ ১০ই মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Realme 9 5G SE। চীন ভিত্তিক টেক সংস্থা দুটি মূলত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কিনতে ইচ্ছুক এমন ক্রেতাদের লক্ষে রেখেই তাদের লেটেস্ট ডিভাইস দুটিকে লঞ্চ করেছে। নবাগত উভয় ফোনেই হাই-বাজেট রেঞ্জের অধীনে এসেছে এবং এগুলির দাম প্রায় এক সমান থাকছে। তবে দামের ফারাক খুব একটা নজরে না পড়লেও, ফিচারগত বেশ কয়েকটি পার্থক্য লক্ষণীয়। যেমন, Redmi Note 11 Pro ফোনে যেখানে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সেখানেই, Realme 9 5G SE, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে। যদিও মিলের মধ্যে দুটি ফোনেই ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি পাওয়া যাবে। ফলে, ফিচার কেন্দ্রিক মিল-অমিলের নিরিখে বাজেট-রেঞ্জের এই দুটি লেটেস্ট হ্যান্ডসেটের মধ্যে কোনটি সেরা তা এখন বহু ক্রেতারই চর্চার বিষয় হয়ে উঠেছে। তাই আজ আমরা Redmi Note 11 Pro এবং Realme 9 5G SE ফোনের দাম ও ফিচার সম্পর্কিত তুলনামূলক আলোচনা করবো।

Redmi Note 11 Pro vs Realme 9 5G SE: ডিসপ্লে

ডুয়েল সিমের রেডমি নোট ১১ প্রো ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১৮০০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে।

অন্যদিকে রিয়েলমি ৯ ৫জি এসই ফোনে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi Note 11 Pro vs Realme 9 5G SE: প্রসেসর, অপারেটিং সিস্টেম, স্টোরেজ

রেডমি নোট ১১ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও ১২৮ জিবি রম পাওয়া যাবে। যদিও, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

রিয়েলমি ৯ ৫জি এসই, ফাস্ট পারফরম্যান্স সরবরাহ করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউ আই ২.০ (Realme UI 2.0) ইউজার ইন্টারফেসে রান করে। এই হ্যান্ডসেটে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ পর্যন্ত UFS 2.1 স্টোরেজ বর্তমান। উল্লেখ্য, ফোনটি ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারন করা যাবে।

Redmi Note 11 Pro vs Realme 9 5G SE: ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য রেডমি নোট ১১ প্রো ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, রিয়েলমি ৯ ৫জি এসই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা। এই ডিভাইসটি এফ/২.১ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এসেছে।

Redmi Note 11 Pro vs Realme 9 5G SE: কানেক্টিভিটি, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, সেন্সর

রেডমি নোট ১১ প্রো ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে উপস্থিত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রিয়েলমি ৯ ৫জি এসই ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে, ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস অন্তর্ভুক্ত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে ৩০ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। সর্বোপরি, সিকিউরিটি ফিচার হিসাবে ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Redmi Note 11 Pro vs Realme 9 5G SE: দাম

ভারতে রেডমি নোট ১১ প্রো ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৯,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে উপলব্ধ – ফ্যান্টম হোয়াইট, স্টার ব্লু এবং স্টিলথ ব্ল্যাক। এটিকে আগামী ২৩ মার্চ দুপুর ১২টা থেকে Amazon, mi.com ও অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

রিয়েলমি ৯ ৫জি এসই ফোনও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। সেক্ষেত্রে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি – অ্যাজুওর গ্লো ও স্ট্যারি গ্লো কালারে বেছে নেওয়া যাবে।