MG EV: এই পুজোয় মেগা চমক, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে এমজি

২০১৯ সালে Hector SUV লঞ্চের মাধ্যমে ভারতের গাড়ির বাজারে পথ চলা শুরু করেছিল এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India)। পেট্রল-ডিজেল গাড়ি ছাড়াও বর্তমানে তারা ভারতে একজোড়া বৈদ্যুতিক মডেল বিক্রি করে। এগুলি হল – MG ZS EV ও MG Comet EV। জন্মসূত্রে ব্রিটিশ এই কোম্পানি এবার ভারতে তাদের তৃৃতীয় বৈদ্যুতিক গাড়ির আগমন নিশ্চিত করেছে।

MG Motor ভারতে আনছে নতুন ইলেকট্রিক গাড়ি

বর্তমানে এমজি মোটর ইন্ডিয়া’র জেড এস ইভি ও কমেট ইভি মডেল দু’টি বাজারে যথেষ্ট জনপ্রিয়। তা দেখেই তৃতীয় ইভি মডেলটি এদেশে আনতে চলেছে সংস্থা। এই বছর উৎসবের মরসুমে গাড়িটি লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। এমজি মোটর ইন্ডিয়া’র এমডি রাজিব ছাবা নতুন ইলেকট্রিক কার লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে এমজি মোটরের মোট গাড়ি বিক্রির ২৫ শতাংশ আসে বৈদ্যুতিক থেকে। ফলে আপকামিং মডেলটি ইলেকট্রিক ভেহিকেলের আসরে এমজি’র দাপট বাড়াতে সহায়তা করবে বলেই মনে করছে সংস্থা। এমজি তাদের গুজরাতের হালোলের কারখানায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। গত বছর বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৬০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার করা হয়েছিল। এবারে তা ৯০ হাজার ইউনিট করা হতে পারে।

বর্তমানে ভারত এমজি’র যতগুলি গাড়ি রয়েছে, ২০২৫-এর মধ্যে তা বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। যা দেশের বাজারে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে তাদের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে। যদিও এই বছর আগত নতুন ইভি মডেলটি কেমন হবে, তা নিয়ে একটি বাক্যও ব্যয় করেনি এমজি। জানিয়ে রাখি, গত বছর অটো এক্সপো-তে সংস্থা একাধিক ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করেছিল। যার মধ্যে রয়েছে – MG4 ই-হ্যাচব্যাক, Mifa 9 ই-এমপিভি ও MG5। বিশেষজ্ঞদের একাংশের দাবি, নয়া মডেলটি এগুলোর মধ্যে একটি হতে পারে।

আবার এও শোনা যাচ্ছে, এমজি মোটর আন্তর্জাতিক বাজারে বিক্রিত Boujun Yep e-SUV মডেলটি এদেশে লঞ্চ করতে পারে। Comet EV-র মতো এটিও বক্সি, মাস্কুলার ডিজাইন ও কম্প্যাক্ট ডায়মেনশন সমেত হাজির হবে। দাম রাখা হবে আমজনতার ধরাছোঁয়ার মধ্যেই।